বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে দ্বিতীয় দিনের মতো জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষক-কর্মচারীরা। তারা সরকারি নিয়মে বাড়িভাড়া, চিকিৎসাভাতা ও শতভাগ উৎসবভাতা দেওয়ার দাবি জানিয়েছেন।
গতকাল বুধবার থেকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোট ঘোষিত এ কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েকশ শিক্ষক অবস্থান নিয়েছেন। আজ বৃহস্পতিবারও (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকেও জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের অবস্থান নিতে দেখা যায়। বিকেল সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছিলেন।
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী জানান, সরকারের পক্ষ থেকে দাবি মেনে নেওয়ার সুস্পষ্ট ঘোষণা ছাড়া প্রেস ক্লাব ছেড়ে যাবেন না তারা। এসময় তিনি সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। এছাড়া এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ লাখ শিক্ষক-কর্মচারীকে প্রেস ক্লাবের কর্মসূচিতে যোগ দেওয়ার আহ্বানও জানান।
কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন- জোটের যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী আবুল বাশার, শাহ আলম, মো. জহিরুল ইসলাম, মো. আবদুল হাই সিদ্দিকী, মো. রবিউল ইসলাম, মো. তোফায়েল সরকার, অধ্যক্ষ আলাউদ্দীন, জাহাঙ্গীর হোসেন, অধ্যক্ষ হাবিবুর রহমান, অধ্যক্ষ আবু সায়েম মোল্লা, উপাধ্যক্ষ নুরুল আলম খান, অধ্যক্ষ রুহুল আমিন প্রমুখ।
আমার বার্তা/এমই