কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক শ্রেণির ভর্তির আবেদন শুরু হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া আবেদন প্রক্রিয়া চলবে ১৬ মার্চ পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনে এ আবেদন করতে পারবেন।
চলতি শিক্ষাবর্ষে তিন হাজার ৮৬৩ আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। দ্বিতীয়বার (সেকেন্ড টাইম) যারা ভর্তি পরীক্ষা দিতে আগ্রহী, তাদেরও আবেদনের সুযোগ রেখেছে কৃষি গুচ্ছ ভর্তি কমিটি।
কৃষি গুচ্ছভুক্ত ৯টি বিশ্ববিদ্যালয় হলো- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।
আবেদন ফি ও সময়সীমা
কৃষি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদন গ্রহণের সময়সীমা ১৫ ফেব্রুয়ারি থেকে ১৬ মার্চ পর্যন্ত। আবেদন ফি এক হাজার ২০০ টাকা। অনলাইন ফরমের নির্ধারিত স্থানে থাকা নির্দেশনা মেনে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের যে কোনো একটির মাধ্যমে ফি পরিশোধ করা যাবে।
আমার বার্তা/এমই