ইসলামিক আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) অধীনে সারাদেশে কামিল স্নাতকোত্তর (২০২৩) পরীক্ষা শুরু হয়েছে।
শনিবার (৩ মে) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের পরীক্ষায় সারা দেশের মোট ১৪৯ কেন্দ্রে প্রায় ৪৩ হাজাার পরীক্ষার্থী অংশগ্রহণ করছেন।
পরীক্ষার প্রথম দিনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম টঙ্গীর তামিরুল মিল্লাত কামিল মাদরাসা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী তার সঙ্গে ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. শামছুল আলম বলেন, আমরা পরীক্ষার সুষ্ঠু-সুন্দর পরিবেশ দেখেছি৷ পরীক্ষা কেন্দ্রগুলোতে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা কঠোর নজরদারি বজায় রেখেছি। যেকোনো ধরনের অনিয়ম দেখলে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী বলেন, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ২৪ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত কামিল হাদিস, কামিল তাফসির, কামিল ফিকাহ এবং কামিল আদব বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শহীদুল ইসলাম ও অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর খান বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।
আমার বার্তা/এমই