ই-পেপার রবিবার, ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দেশের মানুষ মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে: আখতার

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৫, ১৭:০৮

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বিগত ১৬ বছর আওয়ামী লীগ ও শেখ হাসিনা বাংলাদেশকে পুতুল রাষ্ট্র হিসেবে ভারতের কাছে উপস্থাপন করেছে। বাংলাদেশের মানুষের মানবিক ও নাগরিক মর্যাদার প্রশ্নে ভারত আধিপত্যবাদী মনোভাব কাজ করেছে। তারা বাংলাদেশের মানুষকে মানুষ মনে করে নাই।

এ দেশের মানুষ মর্যাদা নিয়ে বাঁচার স্বপ্ন দেখে, এ ম্যাসেজ ভারতের কাছে পরিষ্কার ছিল না। দেশের মানুষ তাদের মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্ট হয়েছে।

শনিবার (৩ মে) সকালে রংপুরের পীরগাছা উপজেলার দেউতি বাজার সংলগ্ন দেউতি পুরাতন মাঠে যুব সমাজের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আখতার হোসেন বলেন, পরিবর্তিত প্রেক্ষাপটে এদেশের মানুষ যখন তাদের হারানো মর্যাদাকে পুনরুদ্ধারের লড়াইয়ে লিপ্ত ঠিক তখনই সীমান্তে উত্তেজনা শুরু করেছে ভারত। দেশের কোনো সীমান্তে অন্যায় হলে বিজিবির পাশাপাশি জনতার এখন যে ভূমিকা দেখেছি, তার আমি সাধুবাদ জানাই। এটি ২৪-এর গণঅভ্যুত্থানের শিক্ষা ও অন্যায়ের প্রতিবাদের অনন্য দৃষ্টান্ত।

প্রতিবেশী রাষ্ট্রগুলোর সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক রক্ষায় এনসিপি বিশেষ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা চাইবো ভারত ও বাংলাদেশের জনতাকে যেন সীমান্তবর্তী সমস্যায় যুক্ত হতে না হয়। ভারত সরকার যেন বাংলাদেশের নাগরিকদের প্রতি ভালো আচরণ করে। তারা যেন বাংলাদেশের মানুষের প্রতি নেতিবাচক ও নিচু দৃষ্টিভঙ্গি থেকে বেরিয়ে আসে।

এনসিপির এই নেতা বলেন, সংস্কার কমিশনগুলোর প্রস্তাবনা সরকারের কাছে জমা হয়েছে। এই সংস্কার প্রস্তাবগুলো যেন অবিলম্বে সরকার বাস্তবায়নের দিকে নিয়ে যায়। আমরা প্রত্যাশা করছি পরবর্তী নির্বাচিত সরকারও প্রস্তাবিত এই সংস্কার কার্যক্রম চালিয়ে যাবে।

তিনি আরও বলেন, অপরাধের মামলাগুলোর কার্যক্রম ধীরগতি ও জটিল না করে সত্যিকার অর্থে যারা দোষী তাদের শাস্তি নিশ্চিতে ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রয়োজনে আইনের ধারা সংশোধন এবং আদালতকে ঢেলে সাজানোর প্রস্তাবনা আমরা দিয়েছি। বিচারকে আরও সহজতর করার তাগিদ দেওয়া হয়েছে। যারা দোষী তাদের শাস্তির মুখোমুখি করে সমাজে দৃষ্টান্ত স্থাপন করা গেলে সম্ভাব্য অপরাধীরা অপরাধ করার সাহস পাবে না। তখন সমাজে অপরাধের ঘটনা কমবে।

আখতার হোসেন বলেন, সরকার ভৌগলিক ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় চীনের সহযোগিতায় হাসপাতাল নির্মাণ করবে বলে প্রত্যাশা করছি। সেই সাথে গ্রামের প্রান্তিক মানুষ যেন এ হাসপাতাল থেকে সেবা পায় সে ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

উত্তরের তিস্তা নিয়ে এনসিপির সদস্য সচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বাঁধ নির্মাণসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব বাস্তবায়িত হলে তীরবর্তী অঞ্চলের চিত্র পাল্টে যাবে। একই সঙ্গে এই অঞ্চলের অর্থনীতিকে জোনগুলো দৃশ্যমান করতে দ্রুত সরকারকে মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।

এ সময় জাতীয় নাগরিক পার্টির সংগঠক আলমগীর নয়ন, তৌফিক আহমেদসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের সোমনারায়ন এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠী ওঁরাও সম্প্রদায়ের সাথে বৈশাখের শুভেচ্ছা বিনিময় করেন আখতার হোসেন।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশ বিমান নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৫ মে দেশে ফিরছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না বলে মনে করেন হাফিজ উদ্দিন

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ

দুই মাসের মধ্যে হেফাজতের নেতা–কর্মীদের মামলা প্রত্যাহারের দাবি মামুনুল হকের

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার আয়োজিত মহাসমাবেশ থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ তাদের চার দফা প্রধান

দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় বিএনপির যৌথ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে। শনিবার (৩ মে) দুপুরে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রৌমারী উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক পরিবার পরিচালনা পর্ষদ গঠন

বাংলাদেশ বিমান নয়, এয়ার অ্যাম্বুলেন্সে ফিরবেন খালেদা জিয়া

অন্তর্বর্তী সরকার নির্বাচন চায় না বলে মনে করেন হাফিজ উদ্দিন

টানা তৃতীয় জয়, শ্রীলঙ্কাকে ১৪৬ রানের বড় ব্যবধানে হারালো যুবারা

ফ্যাসিস্টদের সঙ্গে আমার বিন্দুমাত্র সম্পর্ক নেই: ফারুক

বিএনপির সব স্তরের নেতাকর্মীকে বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশ

চট্টগ্রামে সাড়ে ৪ কোটি টাকার বিদেশি মদ ও বিয়ার জব্দ

মালয়েশিয়ায় পাম অয়েল কারখানায় বিস্ফোরণ, বাংলাদেশিসহ দগ্ধ ৪

অনিয়ম-দুর্নীতি উন্মোচনে ক্রীড়াঙ্গনে নতুন সংগঠন

টিকিট কেলেঙ্কারিতে গ্যালাক্সি ইন্টারন্যাশনালসহ ৩০ ট্রাভেল এজেন্সি জড়িত

গারো পাহাড়ের সবুজায়নে বেড়েছে বন্য হাতির সংখ্যা

বাচ্চার সাথে বাবার সুসম্পর্ক বজায় রাখতে করণীয়

জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ ও বাউবি মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ‘সি’ ইউনিটের ফল প্রকাশ

শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে ভালো আচরণ করতে হবে: উপদেষ্টা বিধান

মধ্যরাতে সরিয়ে দেওয়া হলো খালেদা জিয়ার ফ্লাইটের দুই কেবিন ক্রুকে

ঝালকাঠিতে থ্রি-হুইলারের ধাক্কায় ২ জন নিহত

সারাদেশে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে কামিল পরীক্ষা শুরু

দেশের মানুষ মর্যাদা ও অধিকারের প্রশ্নে একাট্টা হয়েছে: আখতার

চালের দাম কমলে আটার দামও কমে যাবে: খাদ্য উপদেষ্টা