এ দেশের ব্যান্ড সংগীতে নারীদের মধ্যে যারা মঞ্চ মাতিয়ে শ্রোতার মন জয় করেছেন, তাদের মধ্যে অন্যতম মিলা ইসলাম। তাঁর গান এখনও শ্রোতাদের মুখে ফিরে। স্টেজ শো ও নতুন গানে বহুবার নিজেকে প্রমাণ করেছেন দেশের এই জনপ্রিয় পপতারকা। মাঝে শোতে খুব একটা পাওয়া না গেলেও এখন স্টেজ আয়োজনে সরব তিনি।
এদিকে প্রবাসীদের আমন্ত্রণে একটি কনসার্টে অংশ নিতে শুক্রবার অস্ট্রেলিয়ার উদ্দেশে দেশ ছেড়েছেন মিলা। ১৪ ডিসেম্বর নিউসাউথ ওয়েলসের বিজয় দিবসের অনুষ্ঠানে গেয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার শো শেষ করে পরদিনই দেশে ফেরার কথা রয়েছে মিলার। আর ১৬ ডিসেম্বর অংশ নেবেন রাজধানীর বিজয় দিবসের কনসার্টে।
মিলা বলেন, ‘এখন স্টেজ শো’র মৌসুম। শ্রোতাদের সামনে গান গাওয়ার আনন্দই আলাদা। যা বলে বোঝাতে পারব না। চলতি ডিসেম্বরে স্টেজ শো নিয়ে খুব ব্যস্ততা যাচ্ছে। দেশ-বিদেশের নানা আয়োজনে অংশ নিচ্ছি। স্টেজ শোতে মনোযোগী হয়েছি বলে নতুন গান প্রকাশ করছি না, তা কিন্তু নয়। শোর পাশাপাশি নতুন গানও করছি। দ্রুতই নতুন গানগুলো প্রকাশ করার ইচ্ছা রয়েছে।
কনসার্ট ব্যস্ততার পাশাপাশি সম্প্রতি মিলা অতিথি বিচারকের দায়িত্ব পালন করেছেন একটি সংগীত প্রতিযোগিতায়। কেজ নামের এই প্ল্যাটফর্মের এ কাজটি বেশ উপভোগ করেছেন বলে জানালেন এই কণ্ঠশিল্পী।
শুধু তাই নয়, সম্প্রতি তিনি সেরা নারী রকস্টার হিসেবে পুরস্কার পেয়েছেন সেভি থেকে। তাঁর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মডেল ও ডিজাইনার বিবি রাসেল।
আমার বার্তা/এমই