কুষ্টিয়া জেলার কুমারখালি থানার কাঞ্চনপুর গ্রামে রাতের আঁধারে কৃষকের ১৫ শতক জমির পেঁয়াজের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। শনিবার (২১ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এ তে প্রায় দের লক্ষ টাকার ক্ষতির আশঙ্কা করেছেন ভুক্তভোগী কৃষক মো: রেজাউল খাঁ। ক্ষতিগ্রস্ত কৃষক জানান গতকাল সন্ধ্যায় আমি পেঁয়াজের জমিতে স্প্রে করেছি। কিন্তু সকালে আমি সংবাদ পাই কে বা কাঁহারা আমার পেঁয়াজের চারা কেটে নষ্ট করে ফেলেছে।
স্থানীয় কৃষকেরা জানায়, কুমারখালি উপজেলার চাঁপড়া ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের কৃষক মো: রেজাউল খাঁ এর ১৫ শতক জমিতে পেঁয়াজের চারা রোপন করেছিলেন। গত এক মাষ ধরে জমি পরিচর্যা করার পর এখন চাড়া লাগানোর উপযোগী হয়েছিল। কিন্তু শনিবার রাতে দুর্বৃত্তরা পেঁয়াজের চারার গোড়া কেটে দিয়েছে। এতে আমরাও ভয়ে আছি, কবে জানি আমাদের জমির পেঁয়াজের চারা গুলো এভাবে কেটে দেয় দুর্বৃত্তরা।
এ বিষয়ে কুমারখালি উপজেলা কৃষি অফিসার জানান, পেঁয়াজের চারা গুলো কেটে ফেলার খবর পেয়েছি। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষককে উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দিতে বলেছি।
এ বিষয়ে কুমারখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।