বাংলাদেশ জামায়াতে ইসলামি কমলনগর উপজেলার লরেন্স ইউনিয়ন এর উদ্যোগ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হযছে । সম্মেলনে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির রুহুল আমিন ভূঁইয়া ,সেক্রেটার নূরনবী ফারুক ,জেলা সুরা সদস্য এ আর হাফিজ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন এর জেলা সহ-সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির,উপজেলা জামায়াতের আমির আবুল খায়ের সেক্রেটারি আকরাম হোসাইন, যুব বিভাগের সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন, চার লারেন্স ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা আনোয়ার হোসাইন সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসেন সহ স্থানীয় নেতৃবৃন্দ।
জামায়াতের জেলা আমির অভিযোগ করে বলেন স্বাধীনতার পরে দেশকে পুরনো গঠন না করে দেশের অর্থ বিদেশে পাচার করেছেন শেখ মুজিবুর রহমানের নিকট আত্মীয় স্বজনরা। তারা পার্শ্ববর্তী দেশের গোলামী শুরু করে দিয়েছিল। তিনি তার নেতাকর্মী ও সাধারণ মানুষকে উদ্দেশ্য করে বলেন আগামী নির্বাচনে দেশে ইসলামী আইন বাস্তবায়নের জন্য জামায়েত ইসলামকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জামাতের যুব বিভাগের সেক্রেটারি মোঃ কামাল উদ্দিন বলেন জামাতের কেন্দ্রীয় নেতাদের যাদের প্ররোচনায় ফাঁসিতে ঝুলানো হয়েছে তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তিনি গত ১৭ বছরের নিপীড়নের চিত্র তুলে ধরে বলেন বর্তমান সরকার যেন অতি দ্রুত সময়ের মধ্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আয়না ঘরে বন্দী রাখার আহ্বান জানান।