ঈদে মুক্তিপ্রতিক্ষীত ‘বরবাদ’ সিনেমায় গতকাল মঙ্গলবার আপত্তি জানায় চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। ছাড়পত্র পেতে ছবির ১০ মিনিটের ওপর কাঁচি চালানোর শর্ত দেওয়া হয়। এতে ফুঁসে ওঠেন শাকিবিয়ানরা। আনকাট ছাড়পত্রের দাবিতে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সামনে আজ মঙ্গলবার মানববন্ধন করন তারা।
কিন্তু কোনো লাভ হলো না। আনকাট ছাড়পত্র জুটল না ‘বরবাদ’-এর। আপত্তিকর দৃশ্যগুলো কাটছাঁট করতে হলো। তবেই মিলল মুক্তির অনুমতি। সংবাদমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সদস্য কাজী নওশাবা।
তিনি বলেন, ‘দুপুরে আমরা পুনরায় সিনেমাটি দেখে সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী ছবিটি মুক্তির অনুমতি পেয়েছে।’
সিনেমায় আপত্তি থাকা দৃশ্যের বিষয়ে তিনি বলেন, ‘প্রত্যেক সিনেমার জন্য কিছু না কিছু সংশোধনী থাকে। এটার ক্ষেত্রেও সেটা ছিল। তবে আমার এমন কিছু দৃশ্য বাদ দেইনি যা সিনেমাটির জন্য ক্ষতি হয়। আমার সৃজনশীলতার দিকে বেশি নজর দিয়ে কিছু দৃশ্য সংশোধনী দিয়েছি। তারা সেটা করেছেন।’
গতকাল সোমবার ‘বরবাদ’ -এর ছাড়পত্রের বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের উপ-পরিচালক মঈন উদ্দিন বলেছিলেন, ‘প্রদর্শনী শেষে কিছু সংশোধনী দিয়েছে বোর্ড। ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। দেওয়া হয়েছে কিছু অবজারভেশন। সেগুলো ঠিক করলে ফের দেখা হবে ছবিটি।’
বিষয়টি নিয়ে সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য নির্মাতা কাজী হায়াৎ বলেছিলেন, ‘আজ ছবিটি দেখা হলো। কিছু কাটিং আছে। তাদের সময় দেওয়া হয়েছে। আজকের মধ্যে সংশোধন করে জমা দিলে আগামীকাল (মঙ্গলবার) সেন্সরে আবার কাটিংটা দেখে কালকের মধ্যেই সার্টিফিকেট প্রদান করবে।’
কোথায় সংশোধনী দেওয়া হয়েছে জানতে চাইলে এ নির্মাতা বলেছিলেন, ‘ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে। সেসব সংশোধন করতে বলা হয়েছে।’
‘বরবাদে’ শাকিব ফের জুটি বেঁধেছেন ইধিকা পালের সঙ্গে। এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, মামুনুর রশীদ, ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর প্রমুখ। এরইমধ্যে টিজার দিয়ে ছবিটি মন জয় করেছে নেটিজেনদের। গানও পেয়েছে সমাদর।
আমার বার্তা/এমই