প্রেক্ষাগৃহে ঈদের সিনেমা ‘জংলি’ দেখতে এসে টিকেট না পেয়ে ফিরে যাচ্ছেন। এ কারণে মন খারাপ হচ্ছে অনেকের। তবে এটা বাংলা সিনেমার জন্য আশীর্বাদের মতোই। কারণ, সিনেমা দেখতে দর্শক যতো প্রেক্ষাগৃহে আসবে, বাংলা সিনেমার সুদিন ফিরবে ততই।
এবারের ঈদের সিনেমা নিয়ে বেশ ইতিবাচক রিভিউ পাওয়া যাচ্ছে যা আশা জাগাচ্ছে সিনেমা ইন্ডাস্ট্রিকে। এই যেমন শাকিব খান অভিনীত ‘প্রিয়তমা’ সিনেমার নির্মাতা হিমেল আশরাফ ‘জংলি’ সিনেমা দেখে নিজের অভিব্যক্তি প্রকাশ করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে।
তিনি লিখেছেন, “ এই সিনেমার পরিচালকের একটা সিনেমা আমি দেখে ছিলাম, ‘শান’। আমার তখন মনে হয়েছিলো এম রাহিম বাজেট পেলে বাংলা সিনেমার কমার্শিয়াল ম্যাস অডিয়েন্সের সফল পরিচালক হতে পারবেন। ‘জংলি’তেও সে সফল। তার যে দিকটা আমাকে সবচেয়ে বেশি টানে তা হচ্ছে তার নিজেকে আড়ালে রাখার চেষ্টা। আমার বা অনেক পরিচালকের মতো তিনি ঘনঘন অন স্ক্রিনে আসেন না, বেশী কথা বলেন না, কাজে বিশ্বাস করেন এবং তিনি জানেন আসলে কী করতে চান।
আমার বার্তা/এল/এমই