সম্প্রতি 'জিন্দা মরিলা শিরোনামে মিউজিক ভিডিওটি খুশবুন বিন্দু ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে। সালমান আহমেদের কথায় সুর করেছেন যাযাবর পলাশ ও সঙ্গীত আয়োজন করেছেন সাকিবুল হাসান সুজন। কন্ঠ দিয়েছেন কন্ঠশিল্পী খুশবুন বিন্দু। মডেল হিসাবে ছিলেন খুশবুন বিন্দু ।গানটিতে ভিডিও পরিচালনা করেছেন শিমুল চৌধুরী। কন্ঠশিল্পী খুশবুন বিন্দু বলেন, ‘জিন্দা মরিলা’ শিরোনামে গানটি আধুনিক ফোক ধারার এই গানটি হৃদয়স্পর্শী সালমান আহমেদের কথার সঙ্গে আবেগঘন সুরে পরিণত হয়েছে। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে। এ প্রসঙ্গে গীতিকার সালমান আহমেদ বলেন, 'জিন্দা মরিলা' কথা গুলো বর্তমান সময়ের দর্শকদের কথা মাথায় রেখে লিখেছি।কন্ঠশিল্পী খুশবুন বিন্দু অসাধারণ গায়কিতে গানটি ভালো লাগবে। আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে। নির্মাতা শিমুল চৌধুরী বলেন, ‘জিন্দা মরিলা' গাওয়া গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে কন্ঠশিল্পী খুশবুন বিন্দু নিজেই মডেল হিসাবে কাজ করেছেন। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি।