ই-পেপার শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

বিবিসির চোখে ২০২৫ এর সেরা দশটি সিনেমা

আমার বার্তা অনলাইন:
০৬ ডিসেম্বর ২০২৫, ১৫:১০

আর মাত্র কিছুদিন পরই বিদায় নেবে ২০২৫। এই বছরটিতে সিনেমাপ্রেমীরা পেয়েছেন বেশ কয়েকটি অসাধারণ চলচ্চিত্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র দুই চলচ্চিত্র সমালোচক ক্যারিন জেমস ও নিকোলাস বেঁছে নিয়েছেন বছরজুড়ে আলোচিত সেরা ছবিগুলো। সেখান থেকে সেরা দশটি সিনেমা এবং সেগুলোর সংক্ষিপ্ত বর্ণনা উল্লেখ করা হচ্ছে।

১. হামনেট (Hamnet)

ক্লোয়ে ঝাও পরিচালিত ‘হামনেট’ শেকসপিয়ারের ছেলের মৃত্যুর কাহিনিকে কেন্দ্র করে পর্দায় আনা হয়েছে। ১৬শ শতাব্দীর আবহে নির্মিত এই সিনেমা শেকসপিয়ারের পরিবার, প্রেম ও শোক- সবকিছু ফুটে উঠেছে শান্ত সংবেদনশীলতার সঙ্গে। দৃশ্য নির্মাণ থেকে অভিনয়—সব মিলিয়ে এটি ২০২৫ সালের সবচেয়ে আবেগঘন চলচ্চিত্র হিসেবে প্রশংসা পেয়েছে। ছবিটি মুক্তি পায় গত নভেম্বরে।

২. সরি, বেবি (Sorry, Baby)

ইভা ভিক্টর রচিত ও পরিচালিত এই স্বাদু ইন্ডি কমেডি-ড্রামাটি নারী-বন্ধুত্ব এবং প্রতিকূলতার মুখে ঘুরে দাঁড়ানোর এক মিষ্টি-তিক্ত গল্প। কলেজ জীবনের ট্রমা, নারীবন্ধুত্ব এবং মানিয়ে নেওয়ার গল্প; এসব বিষয় তুলে ধরা হয়েছে অনাড়ম্বর ভঙ্গিতে। নির্মাতা হিসেবে ভিক্টরের প্রথম ছবি হয়েও এতে আলাদা স্বকীয়তা চোখে পড়ে। চলতি বছরের জুনে মুক্তি পায় ছবিটি।

৩. ইজ দিস থিং অন? (Is This Thing On?)

অভিনয় শিল্পের উপর ব্র্যাডলি কুপারের পরিচালিত এটি তৃতীয় ছবি, যা ছোটখাটো স্ট্যান্ড-আপ কমেডি-এর জগতে প্রবেশ করেছে। তবে সিনেমায় উঠে এসছে জীবনের সংকট, দাম্পত্য ও মধ্যবয়সের হতাশাও। একজন ফিনান্সিয়াল অফিসার হঠাৎ স্ট্যান্ড-আপ কমেডিতে পা রাখেন; সেই অভিজ্ঞতাই তার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেয়। প্রাণবন্ত অভিনয় ও মজার স্ক্রিপ্ট ছবিটিকে দেখার মতো করে তুলেছে। ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ১৯ ডিসেম্বর। যদিও মুক্তির আগেই সেরা সিনেমা হিসেবেই এটিকে তালিকায় রাখা হয়েছে।

৪. ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার (One Battle After Another)

পল থমাস অ্যান্ডারসনের এই সিনেমায় রাজনৈতিক ষড়যন্ত্র, পারিবারিক ড্রামা ও দ্রুতগতির অ্যাকশন একসঙ্গে নিয়ে আসা সাড়া জাগানো কাজ। সঙ্গে লিওনার্দো ডিক্যাপ্রিওর মতো তারকা অভিনেতাদের নিয়ে এই সিনেমাটি বেশ আলোচনা তৈরি করেছে। আগামী ২৬ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে সিনেমাটির। ডিক্যাপ্রিওর উপস্থিতির সঙ্গে সামাজিক ও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড ও অ্যাকশন; সিনেমাটিকে প্রাণবন্ত করবে।

৫. নো আদার চয়েস (No Other Choice)

কোরীয় পরিচালক পার্ক চান-উক-এর এই ব্যাঙ্গাত্মক-প্রহসনমূলক সিনেমা ডোনাল্ড ওয়েস্টলেকের একটি উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এতে অভিনয় করেছেন লি বিয়ুং-হান। গল্পপটে, একজন সুখী কাগজ-কারখানার ম্যানেজার যিনি হঠাৎ চাকরি হারান। এরপর অন্য কোথাও কাজ না পেয়ে হতাশায় খুন করতে শুরু করেন। একই সঙ্গে সিনেমাটি ব্যাপক ছাঁটাই এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (AI) প্রভাব সম্পর্কে প্রাসঙ্গিক প্রশ্নও তোলে। ছবিটি মুক্তি পায় গত সেপ্টেম্বরে।

৬. দ্য সিক্রেট এজেন্ট (The Secret Agent)

গত নভেম্বরে মুক্তি পাওয়া এই সিনেমা রাজনৈতিক থ্রিলারকে নতুন মাত্রায় নিয়ে গেছে। কীভাবে সরকারের শীর্ষ স্তরের দুর্নীতি ও স্বৈরাচারী শাসন সাধারণ মানুষের জীবনকে প্রভাবিত করে, তা তুলে ধরা হয়েছে। ছবিটিতে ওয়্যাগনার মউরা একজন নির্লিপ্ত অধ্যাপক মার্সেলোর ভূমিকায় অভিনয় করেছেন, যিনি সরকারের সঙ্গে যুক্ত এক ক্ষমতাধরের বিরুদ্ধে গিয়ে হত্যার লক্ষ্যবস্তু হন। বলা হচ্ছে, এটি ১৯৭৭ সালের ব্রাজিলের স্বৈরাচারী শাসনের পটভূমিতে তৈরি।

৭. দ্য ভয়েস অব হিন্দ রাজব (The Voice of Hind Rajab)

গাজায় বিধ্বস্ত গাড়িতে আটকে থাকা পাঁচ বছরের শিশুর করুণ বাস্তব ফোনকল, তার বাস্তব রেকর্ডিং ব্যবহার করে নির্মিত হয়েছে ছবিটি। যুদ্ধের নির্দয়, নির্মমতা ফুটে ওঠার কারণে এটি বছরের সবচেয়ে আবেগতাড়িত ও আলোচিত কাজ হিসেবে বিবেচিত হচ্ছে। তিউনিসিয়ার পরিচালক কাওথার বেন হানিয়া রচিত ও পরিচালিত এই ছবিটি ২০২৪ সালের জানুয়ারিতে ঘটা এই হৃদয়বিদারক ঘটনাকে পর্দায় এনেছেন। চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পায় সিনেমাটি।

৮. সেন্টিমেন্টাল ভ্যালু (Sentimental Value)

এক বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও তার দুই প্রাপ্তবয়স্ক মেয়ের জটিল সম্পর্ককে কেন্দ্র করে গড়ে উঠেছে হৃদয়স্পর্শী পারিবারিক ছবি। সংলাপ, সিনেমাটোগ্রাফি ও অভিনয়; সবই পরিণত ও সংযত। পারিবারিক আবেগকে অত্যুক্তি ছাড়াই তুলে ধরায় ছবিটি আলোচিত হয়েছে। গত নভেম্বরে মুক্তি পেয়েছে সিনেমাটি।

৯. ইট ওয়াজ জাস্ট অ্যান এক্সিডেন্ট (It Was Just an Accident)

ইরানি পরিচালক জাফর পানাহির সাম্প্রতিক কানে পুরস্কৃত সিনেমা এটি। শাসন ব্যবস্থার সমালোচনা থাকলেও গল্পের মানবিকতা অন্যতম প্রধান শক্তি- এমনটিই উঠে এসেছে সিনেমায়। রাজনৈতিক বন্দিত্ব, স্মৃতি, বিভ্রান্তি- সব মিলিয়ে ছবিটি এক অনন্য ব্যঙ্গাত্মক ড্রামা। গত অক্টোবরে মুক্তি পায় সিনেমাটি।

১০. মার্টি সুপ্রিম (Marty Supreme)

জশ সাফদির নির্মিত ১৯৫০-এর দশকে নিউইয়র্কের লোয়ার ইস্ট সাইডে পটভূমিতে তৈরি এই সিনেমায় অভিনয় করেছেন টিমোথি শ্যালামে। গল্পপটে, মার্টি মাউসার নামে এক আত্মকেন্দ্রিক যুবক পিং-পং চ্যাম্পিয়ন হতে চায়। এরপর জড়িয়ে পড়ে প্রতারণার কাজে। অভিনেতা শ্যালামে ক্ষিপ্র, দ্রুত-কথাবার্তা বলা মার্টি মাউসারের চরিত্রটিকে এমনভাবে ফুটিয়ে তুলেছেন যে, সে নিজেই বুঝতে পারে না সে কতটা নির্মম। সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে আগামী ২৫ ডিসেম্বর।

বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে চলচ্চিত্রগুলোর নামের আগে যে সংখ্যাগুলো ব্যবহার করা হয়েছে, তা কোনো ক্রমিক অবস্থান বা র‍্যাঙ্কিং বোঝানোর জন্য নয়। বিবিসি'র মূল লেখায় কেবল প্রতিটি অংশকে আলাদা এবং স্পষ্টভাবে পাঠকের সামনে তুলে ধরার জন্য এই পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আমার বার্তা/এল/এমই

মৃত্যুর পর সংগীতশিল্পী জেনস সুমনের নতুন গান প্রকাশিত

শুক্রবার (২৮ নভেম্বর) শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান গুণী সংগীতশিল্পী জেনস সুমন। মৃত্যুর

অভিনয় ছেড়ে দ্বীনের পথে চলবেন জানিয়ে নায়িকার পোস্ট, পরে ডিলিট!

চলচ্চিত্রের ক্যারিয়ার ছেড়ে ধর্মীয় অনুশাসন মেনে চলার ঘোষণা দিয়েছিলেন চিত্রনায়িকা মৌ খান। শুক্রবার সন্ধ্যায় সামাজিক

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল নেটফ্লিক্স

হলিউডের জনপ্রিয় প্রোডাকশন হাউস ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিচ্ছে নেটফ্লিক্স। ৭২ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তিতে মালিকানা

স্মরণীয় মুহূর্ত উদযাপন করলেন শাহরুখ খান এবং কাজল

প্রায় ৩০ বছর আগে মুক্তি পাওয়া বলিউডের সুপারহিট সিনেমা ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’–এর স্মরণীয় মুহূর্ত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোষ্য কোটা বাতিলের দাবির মধ্যেই অনুষ্ঠিত হল ঢাবি ভর্তি পরীক্ষা

তরুণরা বিশ্ববিদ্যালয়গুলোতে ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে: সাদিক কায়েম

তারেক রহমানের নেতৃত্বেই নির্বাচনে অংশ নেবে বিএনপি: খসরু

বিদেশে গেলে অবশ্যই দক্ষ হয়ে যেতে হবে: পররাষ্ট্র উপদেষ্টা

শেখ হাসিনা দেশের অস্তিত্বে বিশ্বাস করেননি: সালাহউদ্দিন

এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাইটকে ‘ভিভিআইপি মুভমেন্ট’ ঘোষণা

বন্যপ্রাণী রক্ষায় নতুন প্রজন্মের অগ্রণী ভূমিকা অনস্বীকার্য: রিজওয়ানা হাসান

আইজিপি বাহারুলের বরখাস্ত চেয়ে প্রধান উপদেষ্টার কাছে আবেদন

যেকোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

জাতিসংঘের ২৭৯৭ প্রস্তাবকে স্বাগত জানিয়েছে স্পেন,নাইজার এবং সোমালিয়া

ইন্দোনেশিয়া-শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা ১৮০০ ছুঁইছুঁই

আফগান-পাকিস্তান সীমান্তে সংঘর্ষে নিহত ৪

জেলের জালে তিনটি শাপলাপাতা মাছ বিক্রি হলো ১২ হাজার টাকায়

যে কোনো মুহূর্তে দেশে ফিরবেন তারেক রহমান: আমীর খসরু

বাতিল হচ্ছে কয়েকটি ইকোনোমিক জোন: রিজওয়ানা হাসান

প্রাথমিক শিক্ষার অবস্থা ভয়ঙ্কর খারাপ: পররাষ্ট্র উপদেষ্টা

সামনের নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর জন্য বড় টেস্ট: পররাষ্ট্র উপদেষ্টা

শীতের সাথে সাথে নেত্রকোনায় বাড়ছে শিশু রোগীর সংখ্যা

মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ সিমেন্টসহ ৮ জন আটক

পোষ্য কোটা নিয়ে আদালতের রায় মেনে নেবে ঢাবি: নিয়াজ আহমেদ