ই-পেপার বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

এমবিবিএস ভর্তিতে জিপিএ কমানোর দাবি শিক্ষার্থী ও বিপিএমসিএ’র

আমার বার্তা অনলাইন:
২২ অক্টোবর ২০২৫, ১৬:১৯

মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে প্রাপ্ত জিপিএ’র প্রভাব নিয়ে বিপাকে পড়ার শঙ্কায় রয়েছেন লাখো ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার এইচএসসি’র ফলাফল বিপর্যয়ের কারণে কাঙ্ক্ষিত জিপিএ না পাওয়ায় মেডিকেলে ভর্তির স্বপ্ন ভঙ্গের আশংকা করছেন অনেক শিক্ষার্থী। ফলে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস কোর্সে ভর্তিতে এসএসসি ও এইচএসসির জিপিএ কমানোসহ শর্ত শিথিলের দাবি জানিয়েছে তারা। শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনও (বিপিএমসিএ) মেডিকেল ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসিতে জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করার দাবি জানিয়েছেন।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এর তথ্য অনুযায়ী, এমবিবিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫ অনুযায়ী ভর্তি পরীক্ষার জন্য প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি/‘ও’ লেভেল/সমমান এবং এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯ হতে হবে। এইচএসসি/‘এ’ লেভেল/সমমান পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ থাকতে হবে।

২০২৫ সালের এইচএসসি’র প্রকাশিত ফলাফল অনুযায়ী, দেশের ৯টি সাধারণ ও কারিগরি এবং মাদ্রাসা বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। ২০২৪ সালে পাসের হার ছিল ৭৭ দশমিক ৭৮। সেই হিসাবে এবার পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫ শতাংশ পয়েন্ট। এছাড়া এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার ৯৭ জন। গত বছর, অর্থাৎ ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। সেই হিসাবে এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে ৭৬ হাজার ৮১৪ জন।

ফল বিশ্লেষণে দেখা যায়, এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তরপত্র যথাযথ মূল্যায়ন, শিক্ষার্থীদের ইংরেজি ও হিসাববিজ্ঞান পরীক্ষায় খারাপ ফল এবং জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক অস্থিরতার প্রভাবে ফলাফলে বিপর্যয় হয়েছে। ২০০৪ সালের পর এই প্রথম এইচএসসিতে পাসের হার কম। এরপর ২০০৫ সাল থেকেই পাসের হার বাড়তে শুরু করে।

মেডিকেল ভর্তিচ্ছুরা বলছেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল বিপর্য়য়ের মেডিকেল ভর্তি পরীক্ষার আবেদনে জিপিএ’র শর্ত এবং স্কোরের ক্ষেত্রে তারা পিছিয়ে পড়বেন বলে আশঙ্কা করছেন। মেডিকেল ভর্তি পরীক্ষায় মোট জিপিএ ৯ রাখায় অনেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। ফলে প্রাইভেট মেডিকেলে পড়ার সুযোগও থাকবে না। সুতরাং মেডিকেলের ভর্তি পরীক্ষায় জিপিএ জিপিএ ৯ এর পরিবর্তে ৮ করা হলে অধিকসংখ্যক শিক্ষার্থী আবেদন করার সুযোগ পাবেন।

এছাড়া জীববিজ্ঞানের ন্যূনতম গ্রেড পয়েন্ট ৪ বাতিলসহ ভর্তি পরীক্ষার ক্ষেত্রে জিপিএ’র স্কোর কমিয়ে লিখিত বা এমসিকিউ পরীক্ষার ভিত্তিতে মূল্যায়নে গুরুত্ব দেয়ার দাবি তুলেছেন তারা।

এদিকে চলতি বছর এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল বিপর্যয়ে দেশের শিক্ষা পরিস্থিতির এক গভীর সংকট উত্তরনে মেডিকেলে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির সাথে একত্বতা জানিয়েছেন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশন (বিপিএমসিএ)। গত ১৯ অক্টোবর মেডিকেল ভর্তিতে জিপিএ ৯ এর পরিবর্তে ৮ নির্ধারনের দাবি জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর বিপিএমসিএ’র সভাপতি ডা. শেখ মহিউদ্দিন এবং সাধারন সম্পাদক অধ্যাপক ডা. মোয়াজ্জেম হোসেন স্বাক্ষরিত লিখিত আবেদন জমা দিয়েছেন।

লিখিত আবেদনে বিপিএমসিএ উল্লেখ করেন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর ও বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ এসোসিয়েশনের তথ্যনুযায়ী ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় ১ লাখ ৪ হাজার ৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৬০ হাজার ৯৫ জন উত্তীর্ণ হয়। এদের মধ্যে ৩৭ টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০ আসনে ভর্তি সম্পন্ন হলেও ৬৭ টি বেসরকারি মেডিকেল কলেজের ৬২৯৫ আসনের মধ্যে ৪৬৭ টি আসন শূন্য ছিল। বিশ্লেষকদের মতে এবারে এইচএসসি পরীক্ষায় গত বছরের চেয়ে ৭৬ হাজার ৮১৪ জন জিপিএ ৫.০০ এর সংখ্যা কম হওয়ায় চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার শর্ত অনুযায়ী এসএসসি ও এইচএসসি বা সমমান দুইটি পরীক্ষায় জিপিএ ৯.০০ শর্ত নির্ধারিত হলে সেই শর্ত পূরণ করতে পারবে আনুমানিক গতবারের থেকে অর্ধেক সংখ্যক প্রার্থী। যার ফলে ৬৭ টি বেসরকারি মেডিকেল কলেজগুলোতে প্রায় ১ হাজারের বেশী আসন শূন্য থাকবে। ফলশ্রুতিতে বেসরকারি মেডিকেল কলেজগুলো মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে এবং দেশের চিকিৎসা শিক্ষায় ধ্বংস নেমে আসবে।

এমতাবস্থায় চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার আবেদনের শর্তে এসএসসি ও এইচএসসি বা সমমান দুইটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ এর পরিবর্তে ৮.০০ নির্ধারণের জন্য সবিনয়ে অনুরোধ করছি।

আমার বার্তা/এমই

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ জন

মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত (একদিনে) ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও

আনসার-ভিডিপির সাথে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা সমঝোতা চুক্তি স্বাক্ষর

আনসার-ভিডিপির সাথে গ্রামীণ কল্যাণের স্বাস্থ্যসেবা সমঝোতা  চুক্তি স্বাক্ষরিত। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী এবং গ্রামীণ

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮১৪ জন

সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে। নতুন করে

ডেঙ্গুতে আরো চারজনের মৃত্যু, আক্রান্ত ছাড়াল ৬০ হাজার

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ছাড়িয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় (রোববার সকাল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুজিবুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারে গজারিয়ায় বিএনপির উত্তাল প্রতিবাদ

বৈঠকে কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আপত্তি জানিয়ে এল জামায়াত

‘সাংবিধানিক আদেশ’ পেলে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে স্মরণীয় দিন আজ: প্রধান উপদেষ্টা

সেন্টমার্টিনে পরিবেশবান্ধব পর্যটনের লক্ষ্যে নতুন ১২ নির্দেশনা

সাব-জেল কারা কর্তৃপক্ষের তত্ত্বাবধানে, খাবার-সাক্ষাৎ বিধি অনুযায়ী: আইজি প্রিজন

নির্বাচনের তফসিল ঘোষণার আগেই তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

ত্রিভুজ প্রেমের গল্প সাজিয়ে চরিত্র হননের চেষ্টা করছে পুলিশ: শিক্ষক সমিতি

আফগানদের ইনিংস ব্যবধানে হারাল জিম্বাবুয়ে

নির্বাচনের আগে অন্যতম বড় চ্যালেঞ্জ ভ্রান্ত তথ্য: প্রধান উপদেষ্টা

ওমান-তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে: ওমানে তুরস্ক রাষ্ট্রদূত

কড়াইল বস্তিতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাস গ্যাসের সাঁড়াশি অভিযান

পারস্পরিক সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে সকল দেশকে সহযোগিতা: ল‍্যাভরভ

দেশে ডেঙ্গুজ্বরে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৬২ জন

অন্ধদের জন্য যুগান্তকারী আবিষ্কার এআই প্রযুক্তি

চলতি মাসেই ২৫০ আসনে একক প্রার্থীকে সবুজ সংকেত

মোংলায় নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কক্সবাজারের আবাসিক হোটেল থেকে উদ্ধার অসুস্থ পর্যটকের মৃত্যু, আটক ৪

সৌদি প্রবাসীদের জন্য সুখবর, বাতিল করা হলো ৫০ বছর পুরোনো নিয়ম

রাকসুর নির্বাচিতদের গেজেট প্রকাশ, শপথ ২৬ অক্টোবর