ই-পেপার বৃহস্পতিবার, ২০ নভেম্বর ২০২৫, ৫ অগ্রহায়ণ ১৪৩২

ট্রাম্পের শুল্ক হুমকিতে এশিয়ান মুদ্রা-শেয়ারবাজারে অস্থিরতা

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১০:০৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির কারণে মঙ্গলবার (২১ জানুয়ারি) এশিয়ার মুদ্রা ও শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। নিক্কেই এশিয়া জানিয়েছে, এদিন বিকেলে এশিয়ার মুদ্রাগুলো ডলারের বিপরীতে শক্তিশালী হয়, যদিও পুরো দিন জুড়ে লেনদেনে অস্থিরতা ছিল।

মঙ্গলবার একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডার ওপর আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছি। সম্ভবত এটি ১ ফেব্রুয়ারি কার্যকর করবো। তার এই মন্তব্যের পরপরই এশিয়ান মুদ্রাগুলোর মান কমে যায়, কারণ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতিমূলক হতে পারে।

এর আগে, মঙ্গলবার সকাল পর্যন্তও ট্রাম্প তার অভিষেক বক্তব্যে শুল্ক ইস্যু উল্লেখ না করায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন ও ধারণা করেছিলেন যে তিনি এ বিষয়ে একটি পরিমিত নীতি গ্রহণ করবেন।

বিএনওয়াইয়ের হংকংভিত্তিক সিনিয়র এপিএসি মার্কেট স্ট্র্যাটেজিস্ট উই খুন চং বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকবে। তবে, যদি বাজার আজ স্থিতিশীল বা সামান্য ইতিবাচক থাকে, তবে সেটাই যথেষ্ট ভালো হবে।

লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এশিয়াবিষয়ক প্রধান বিনিয়োগ কুশলী বেঞ্জামিন বেনেট বলেন, বিনিয়োগকারীরা সন্তুষ্ট যে ট্রাম্প প্রথম দিনেই শুল্ক আরোপ করেননি। তবে বড় ধরনের পরিবর্তন এখনো হয়নি কারণ, মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন।

এদিন বিকেলে এক ডলারের বিপরীতে জাপানি ইয়েন ১৫৪.৭৯ এ পৌঁছায়, যা প্রায় এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে সকালে এটি ১৫৬ অতিক্রম করে দুর্বল হয়েছিল।

মিজুহো সিকিউরিটিজের প্রধান গ্লোবাল ডেস্ক স্ট্র্যাটেজিস্ট শোকি ওমোরি বলেন, এই পরিস্থিতি জাপানের কেন্দ্রীয় ব্যাংককে (বিওজে) শুক্রবারের (২৪ জানুয়ারি) নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর জন্য সবুজ সংকেত দিচ্ছে। তবে ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তার কারণে বিওজেকে সতর্ক থাকতে হবে।

অফশোর চীনা ইউয়ান এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছালেও পরে দুর্বল হয়ে ১ ডলারের বিনিময়ে ৭ দশমিক ২৮৯১ এ নেমে যায়। আর অনশোর ইউয়ানও দিনের শুরুতে কিছুটা শক্তিশালী হয়ে পরে ৭ দশমিক ২৮৩০ এ নেমে যায়।

এদিন দুর্বল হয় সিঙ্গাপুর ও হংকংয়ের মুদ্রার মানও। সিঙ্গাপুরের মেব্যাংকের ঊধ্বতন কর্মকর্তা ফিওনা লিম বলেন, ট্রাম্পের নীতিগুলো; বিশেষত তার বাণিজ্যনীতি এশিয়ান মুদ্রাগুলোকে প্রভাবিত করতে থাকবে। তার মতে, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির শঙ্কা এশিয়ান মুদ্রাগুলোকে দুর্বল রাখবে।

সূত্র: নিক্কেই এশিয়া

আ.লীগের কোনো নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেছেন, আওয়ামী লীগকে নির্বাচন থেকে পুরোপুরি বর্জন করতে

এবার যুক্তরাজ্যের রাজকুমারীর কাছে ক্ষমা চাইলো বিবিসি

  যুক্তরাজ্যের শতবর্ষী সংবাদমাধ্যম বিবিসি ওয়েলসের রাজকুমারী ক্যাথরিনকে ‘কেট মিডলটন’ বলে উল্লেখ করার ভুলের জন্য ক্ষমা

বিহার: রেকর্ড গড়ে ১০বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের মুখ্যমন্ত্রীর শপথ নিয়েছেন জনতা দল ইউনাইটেড বা (জেডিইউ)-এর প্রেসিডেন্ট নীতিশ কুমার।

শিক্ষকের অপমানের জেরে শিক্ষার্থীর আত্মহত্যা

শিক্ষকের ক্রমাগত অপমান এবং বহিষ্কারের ভয় দেখানোর কারণে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে একজন ছাত্রের।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতের আর্চারদের অভিযোগ অস্বীকার বাংলাদেশ আর্চারি ফেডারেশনের

রাবি প্রেস ক্লাবের চারদশক পূর্তি উদযাপন

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত

ঢাবির আন্তঃবিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে রাষ্ট্রবিজ্ঞান-প্রাণিবিদ্যা

আ.লীগের কোনো নেতা স্বতন্ত্র হলেও নির্বাচনে আসতে দেওয়া হবে না

এবার যুক্তরাজ্যের রাজকুমারীর কাছে ক্ষমা চাইলো বিবিসি

এখন থেকে দিনের ভোট আর রাতে হবে না: অ্যাটর্নি জেনারেল

নারায়ণগঞ্জে সিডস ক্রাশিং মিলস পরিদর্শনে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

মহাসড়ক অবরোধ করে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ, যান চলাচল বন্ধ

বিহার: রেকর্ড গড়ে ১০বারের মতো মুখ্যমন্ত্রীর শপথ নিলেন নীতিশ কুমার

এলএনজি রক্ষণাবেক্ষণে সরবরাহ কম, শুক্রবার ভোর পর্যন্ত তিতাস গ্যাসের চাপ কম থাকবে

শিক্ষকের অপমানের জেরে শিক্ষার্থীর আত্মহত্যা

তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের রায় নতুন দিগন্ত উন্মোচন করবে: আমীর খসরু

রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের এক শহরে এক রাতে নিহত ২৫

১৩ লাখ রোহিঙ্গার ভার আর বহন করা সম্ভব নয়: জাতিসংঘে বাংলাদেশ

তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় আজ ঈদের আনন্দ: জয়নুল আবেদীন

বাংলাদেশে তৈরি ৩ ল্যান্ডিং ক্রাফট যাচ্ছে আরব আমিরাতে

এই রায়ে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের পথ প্রশস্ত হবে: বদিউল আলম

পাসপোর্ট ছাড়াও যেভাবে দেশে ফিরতে পারেন তারেক রহমান