ই-পেপার শনিবার, ১৭ জানুয়ারি ২০২৬, ৩ মাঘ ১৪৩৩

ট্রাম্পের শুল্ক হুমকিতে এশিয়ান মুদ্রা-শেয়ারবাজারে অস্থিরতা

আমার বার্তা অনলাইন
২২ জানুয়ারি ২০২৫, ১০:০৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকির কারণে মঙ্গলবার (২১ জানুয়ারি) এশিয়ার মুদ্রা ও শেয়ারবাজারে ব্যাপক অস্থিরতা দেখা দেয়। নিক্কেই এশিয়া জানিয়েছে, এদিন বিকেলে এশিয়ার মুদ্রাগুলো ডলারের বিপরীতে শক্তিশালী হয়, যদিও পুরো দিন জুড়ে লেনদেনে অস্থিরতা ছিল।

মঙ্গলবার একটি নির্বাহী আদেশে সই করার সময় ট্রাম্প বলেন, মেক্সিকো ও কানাডার ওপর আমরা ২৫ শতাংশ শুল্ক আরোপের কথা ভাবছি। সম্ভবত এটি ১ ফেব্রুয়ারি কার্যকর করবো। তার এই মন্তব্যের পরপরই এশিয়ান মুদ্রাগুলোর মান কমে যায়, কারণ শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য মুদ্রাস্ফীতিমূলক হতে পারে।

এর আগে, মঙ্গলবার সকাল পর্যন্তও ট্রাম্প তার অভিষেক বক্তব্যে শুল্ক ইস্যু উল্লেখ না করায় বিনিয়োগকারীরা কিছুটা স্বস্তি অনুভব করেছিলেন ও ধারণা করেছিলেন যে তিনি এ বিষয়ে একটি পরিমিত নীতি গ্রহণ করবেন।

বিএনওয়াইয়ের হংকংভিত্তিক সিনিয়র এপিএসি মার্কেট স্ট্র্যাটেজিস্ট উই খুন চং বলেন, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা অব্যাহত থাকবে। তবে, যদি বাজার আজ স্থিতিশীল বা সামান্য ইতিবাচক থাকে, তবে সেটাই যথেষ্ট ভালো হবে।

লিগ্যাল অ্যান্ড জেনারেল ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টের এশিয়াবিষয়ক প্রধান বিনিয়োগ কুশলী বেঞ্জামিন বেনেট বলেন, বিনিয়োগকারীরা সন্তুষ্ট যে ট্রাম্প প্রথম দিনেই শুল্ক আরোপ করেননি। তবে বড় ধরনের পরিবর্তন এখনো হয়নি কারণ, মার্কিন প্রেসিডেন্ট শুল্ক আরোপ করতে পারেন।

এদিন বিকেলে এক ডলারের বিপরীতে জাপানি ইয়েন ১৫৪.৭৯ এ পৌঁছায়, যা প্রায় এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী। তবে সকালে এটি ১৫৬ অতিক্রম করে দুর্বল হয়েছিল।

মিজুহো সিকিউরিটিজের প্রধান গ্লোবাল ডেস্ক স্ট্র্যাটেজিস্ট শোকি ওমোরি বলেন, এই পরিস্থিতি জাপানের কেন্দ্রীয় ব্যাংককে (বিওজে) শুক্রবারের (২৪ জানুয়ারি) নীতিনির্ধারণী বৈঠকে সুদের হার বাড়ানোর জন্য সবুজ সংকেত দিচ্ছে। তবে ট্রাম্পের শুল্ক নীতির অনিশ্চয়তার কারণে বিওজেকে সতর্ক থাকতে হবে।

অফশোর চীনা ইউয়ান এক মাসের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে পৌঁছালেও পরে দুর্বল হয়ে ১ ডলারের বিনিময়ে ৭ দশমিক ২৮৯১ এ নেমে যায়। আর অনশোর ইউয়ানও দিনের শুরুতে কিছুটা শক্তিশালী হয়ে পরে ৭ দশমিক ২৮৩০ এ নেমে যায়।

এদিন দুর্বল হয় সিঙ্গাপুর ও হংকংয়ের মুদ্রার মানও। সিঙ্গাপুরের মেব্যাংকের ঊধ্বতন কর্মকর্তা ফিওনা লিম বলেন, ট্রাম্পের নীতিগুলো; বিশেষত তার বাণিজ্যনীতি এশিয়ান মুদ্রাগুলোকে প্রভাবিত করতে থাকবে। তার মতে, যুক্তরাষ্ট্রে মুদ্রাস্ফীতির শঙ্কা এশিয়ান মুদ্রাগুলোকে দুর্বল রাখবে।

সূত্র: নিক্কেই এশিয়া

ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প

ইরান নিয়ে যুক্তরাষ্ট্রের লক্ষ্য ‘জয়’— বারবার এমন কথাই বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে,

আইসিজেতে রোহিঙ্গা গণহত্যার অভিযোগ অস্বীকার মিয়ানমারের

নেদারল্যান্ডসের হেগ শহরে জাতিসংঘের সর্বোচ্চ আদালত ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানিতে

সৌদিতে স্বর্ণের বিশাল খনি আবিষ্কার, মজুদ বাড়ল ২ লাখ কেজির বেশি

সৌদি আরবের রাষ্ট্রীয় খনি কোম্পানি ‘মাদেন’ দেশটির চারটি স্থানে নতুন করে মোট ৭৮ লাখ আউন্স

ইরানকে ধন্যবাদ জানালেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ইরানের সরকার রাজনৈতিক বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকরের সিদ্ধান্ত থেকে সরে আসায় দেশটির প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থীর মনোনয়ন বাতিল

ইসি ভবনে প্রার্থীদের হট্টগোল, পরিস্থিতি সামাল দিল আইনশৃঙ্খলা বাহিনী

খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন তৈমূর আলম

ইসলামী আন্দোলনের জন্য অপেক্ষা করবে ১০ দল: জুবায়ের

১৫ বছর প্রকাশ্য দিবালোকে ব্যাংক ডাকাতি হয়েছে: পররাষ্ট্র উপদেষ্টা

হোয়াটসঅ্যাপে চ্যাট ও নিরাপত্তায় নজর রাখতে পারবেন বাবা-মা

রোজার আগে বাড়তি দামে চাল-ডাল-চিনি, বেড়েছে মুরগির দামও

আইন আছে, বিচার নেই

অর্থনীতিকে প্রাতিষ্ঠানিক শক্তিতে রূপ দিয়েছিলেন খালেদা জিয়া: সিমিন রহমান

দরপতনেও হাজার কোটি টাকা বাজার মূলধন বাড়লো

ডিজিটাল সেবা এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে টার্গেট আইটি

দেশে হিসাবরক্ষণের কারচুপির মাধ্যমে বিপুল অর্থ পাচার ও লুটপাট হয়েছে

আলোচনা ছাড়াই অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা বৃদ্ধি ও দাম নির্ধারণ হয়েছে

যারা ফ্যাসিবাদের পক্ষে তারা ‘না’-এর প্রচারণা করবে: আদিলুর রহমান

কৌশলের নামে গুপ্ত বেশ ধারণ করেনি বিএনপি: তারেক রহমান

ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন

দেশের মানুষ গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করেছে: তারেক রহমান

ইরান ভেনেজুয়েলা নয় যে সহজে জিতবেন ট্রাম্প

গুমের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

চাঁপাইনবাবগঞ্জে ৩ কেজি হেরোইনসহ একজন আটক