
শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী এপ্রিলে চীন সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব ঠিক থাকলে আগামী বছরই যুক্তরাষ্ট্রে যাবেন চীনা প্রেসিডেন্ট।
গতকাল (সোমবার, ২৪ নভেম্বর) দীর্ঘ ফোনালাপের পর ট্রুথ সোশ্যালের পোস্টে এ তথ্য নিশ্চিত করেছেন ট্রাম্প। ট্রাম্প দাবি করেছেন, ওয়াশিংটন-বেইজিং সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হয়েছে।
টেলিফোনে ইউক্রেন-রাশিয়া সংঘাত, ফেন্টানল মাদকের চোরাচালান ও দ্বিপক্ষীয় বাণিজ্য ইস্যুতে আলোচনা করেন দুই রাষ্ট্রপ্রধান। ট্রাম্পের পোস্টে তাইওয়ান প্রসঙ্গ না আসলেও চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, এ ইস্যুতে ট্রাম্পকে চাপ দিয়েছেন শি।
এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিং মনে করে তাইওয়ানকে চীনের কাছে ফিরিয়ে দেয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বার্তা পরিষ্কারভাবে জানানো হয়েছে মার্কিন প্রেসিডেন্টকে।
আমার বার্তা/এল/এমই

