
অটোমোবাইল জগতে আলোচিত হাইব্রিড প্রযুক্তি এবার মোটরসাইকেল খাতে। ইয়ামাহা ও এসিআই মোটরসের যৌথ উদ্যোগে বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে ইয়ামাহার অত্যাধুনিক এফজেড-এস হাইব্রিড মোটরসাইকেল।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত এক অনুষ্ঠানে ইয়ামাহা বাংলাদেশের একমাত্র পরিবেশক এসিআই মোটরস এই হাইব্রিড মোটরসাইকেল বাজারে আনার ঘোষণা দেয়। দীর্ঘদিন ধরেই উচ্চ প্রযুক্তির মোটরসাইকেল নিয়ে বাইকপ্রেমীদের মধ্যে নানা জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটল ইয়ামাহার এই নতুন মডেল উন্মোচনের মধ্য দিয়ে।
অনুষ্ঠানে জানানো হয়, ইয়ামাহা এফজেড-এস হাইব্রিডে ব্যবহৃত হয়েছে আধুনিক হাইব্রিড ইঞ্জিন প্রযুক্তি, যা তেল ও ব্যাটারির সমন্বয়ে পরিচালিত। এর ফলে সাধারণ মোটরসাইকেলের তুলনায় বেশি মাইলেজ পাওয়া যায় এবং প্রায় ২০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব। পাশাপাশি এটি দ্রুত পিকআপ নিশ্চিত করে এবং পরিবেশের জন্য ক্ষতিকর কার্বন নিঃসরণ উল্লেখযোগ্যভাবে কমায়। স্মুথ ও আরামদায়ক রাইডিং অভিজ্ঞতাও এই বাইকের অন্যতম বৈশিষ্ট্য।
এই মডেলে রয়েছে ৪.২ ইঞ্চি ফুল টিএফটি ডিজিটাল ডিসপ্লে, গিয়ার ইন্ডিকেটর, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, এলইডি হেডলাইট, টেললাইট ও ইন্ডিকেটর। এছাড়াও রয়েছে স্টপ অ্যান্ড স্টার্ট সিস্টেম, যা ট্রাফিক সিগন্যালে আলাদাভাবে বাইক বন্ধ ও চালু করার ঝামেলা কমায়। ইয়ামাহা ওয়াই-কানেক্ট ব্লুটুথ প্রযুক্তির মাধ্যমে স্মার্ট কানেক্টিভিটিও যুক্ত করা হয়েছে।
নিরাপত্তার দিক থেকেও বাইকটি আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ। এতে রয়েছে এবিএস (ABS) ও টিসিএস (TCS) সেফটি ফিচার, যা সাধারণত গাড়িতে ব্যবহৃত হয়ে থাকে।
প্রাথমিকভাবে ইয়ামাহা এফজেড-এস হাইব্রিড মোটরসাইকেলটি দুটি আকর্ষণীয় রঙে সায়ান মেটালিক গ্রে ও রেসিং ব্লু ইয়ামাহার সকল অনুমোদিত শোরুমে পাওয়া যাবে। গ্রাহকদের প্রি-বুকিংয়ের মাধ্যমে মোটরসাইকেলটি সংগ্রহ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন জনপ্রিয় ব্যান্ড দলছুট-এর বাপ্পা মজুমদার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের ব্যবস্থাপনা পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন ইয়ামাহা মোটর ইন্ডিয়া সেলসের ডিরেক্টর হিরোশি সেতোগাওয়াসহ ইয়ামাহা ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আমার বার্তা/এল/এমই

