ই-পেপার শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১

চিকিৎসার ব্যয় মেটাতে নিজের শিশুকে বিক্রি: কমিশনের সুয়োমটো

নিজস্ব প্রতিবেদক:
০৯ সেপ্টেম্বর ২০২৪, ১৯:২৬

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্যে দিনাজপুরে গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আব্দুর রশিদ। হাসপাতালের বিল পরিশোধ করতে নিজের মেয়েকে বিক্রির সংবাদে উষ্মা প্রকাশ করেছে জাতীয় মানবাধিকার কমিশন।

গুলিবিদ্ধ বাবা আব্দুর রশিদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা, তাদের বিক্রি করা বাচ্চার বিষয়ে তাদের অভিমত গ্রহণ, ভরণপোষণ যাচাই ও যথাযথ ব্যবস্থাগ্রহণসহ তাকে আর্থিকভাবে সহায়তার ব্যবস্থা গ্রহণ করে আগামী ১৫ অক্টোবরের মধ্যে কমিশনে প্রতিবেদন পাঠাতে দিনাজপুর জেলা প্রশাসককে নির্দেশ দিয়েছে জাতীয় মানবাধিকার কমিশন।

সোমবার (৯ সেপ্টেম্বর) জাতীয় মানবাধিকার কমিশনের জনসংযোগ কর্মকর্তা ইউশা রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘আহত বাবার হাসপাতালের বিল পরিশোধ করতে মেয়েকে বিক্রির সংবাদে জাতীয় মানবাধিকার কমিশন স্বপ্রণোদিত অভিযোগ (সুয়োমটো) গ্রহণ করেছে।

সুয়োমটোতে উল্লেখ করা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গুলিবিদ্ধ বাবার হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধের জন্য একটি শিশুকে ৩৭ হাজার টাকায় বিক্রি করা হয়েছে। দিনাজপুর সদর উপজেলার কাটাপাড়া গ্রামের দিনমজুর আব্দুর রশিদ ও রোকেয়া দম্পতি গত ১০ আগস্ট অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া কন্যা শিশুকে গাইবান্ধার এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করা হয়।

গত ৪ আগস্ট আব্দুর রশিদ তার স্ত্রী রোকেয়াকে দিনাজপুর সদর হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে গেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে বিক্ষোভকারী, আওয়ামী লীগ কর্মী ও পুলিশের মধ্যে সংঘর্ষে এলাকাটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। তখন প্রাণ বাঁচানোর জন্য দৌড়ে নিরাপদ স্থান খোঁজার চেষ্টার সময় রশিদের তলপেটে একাধিক গুলি লাগে। প্রথমে তিনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করলেও পরে গুলির কারণে ক্ষতগুলোর চারপাশে সংক্রমণ শুরু হলে গত ৮ আগস্ট তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেন। পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে নয়টি গুলি বের করা হয়। তার পরের দিন অস্ত্রোপচারের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম হলে আব্দুর রশিদ এবং তার স্ত্রী রোকেয়ার চিকিৎসা ব্যয় মেটানো অসম্ভব হয়ে যায়।

রোকেয়া জানান, আমরা যখন মেয়েকে বিক্রি করি তখন তারা ২৫ হাজার টাকা দিয়েছিল। পরে আরও ১২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল।’

এদিকে ডাক্তার অক্টোবরের মধ্যে আব্দুর রশিদের আরও দুটি অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। ততক্ষণ পর্যন্ত শরীর সচল রাখতে রশিদকে ইউরিনাল ব্যাগ ব্যবহার করতে হবে। রশিদের সাপ্তাহিক চিকিৎসায় প্রায় ৩ হাজার টাকা খরচ হয়, যেখানে রোকেয়াকে প্রতি তিন দিন পরপর ইউরিনাল ব্যাগের জন্য এক হাজার টাকার ব্যবস্থা করতে হয়। আব্দুর রশিদ ও রোকেয়া দম্পত্তির আড়াই বছর বয়সী আরও একটি কন্যা সন্তান রয়েছে।

এ বিষয়ে কমিশনের সুয়োমটোতে উল্লেখ রয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচির সময় গুলিবিদ্ধ আব্দুর রশিদের হাসপাতালের চিকিৎসার বিল পরিশোধের জন্য সদ্য ভূমিষ্ঠ তার নিজ কন্যা শিশুকে বিক্রি করে দেওয়ার ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক ও মানবাধিকারের চরম লঙ্ঘন। নাগরিকের চিকিৎসার ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত ভুক্তভোগীদের চিকিৎসা সঠিকভাবে হচ্ছে কি না তা সরেজমিনে পর্যবেক্ষণের জন্য জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে বিভিন্ন হাসপাতাল পরিদর্শন করে দেখা যায় যে, সরকারি হাসপাতালে বিনা অর্থ ব্যয়ে তাদের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। কিন্তু দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে কেন এত অর্থ ব্যয় করতে হচ্ছে তা কমিশনের নিকট বোধগম্য নয়।

আমার বার্তা/এমই

এ বছর ১৫০ জনের বেশি টিভি সাংবাদিক চাকরিচ্যুত

শুধু চলতি বছরেই দেশের টেলিভিশনগুলোতে কর্মরত ১৫০ জনের বেশি সাংবাদিককে চাকরিচ্যুত করা হয়েছে। ৩৫ শতাংশ

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে তদন্ত কমিশন। দুই দেশের মধ্যে বন্দী বিনিময়ের কার্যক্রম

টেকসই উন্নয়ন মাথায় রেখে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য নীতি করার তাগিদ

দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য কোনো নীতি প্রণয়ের আগে টেকসই উন্নয়নের বিষয়টি অবশ্যই মাথায় রাখার তাগিদ

রোহিঙ্গা সংকট সমাধান ছাড়া মিয়ানমারে শান্তি স্থায়ী হবে না

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধান ছাড়া মিয়ানমারে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০২৫ সালের মধ্যে নির্বাচনের পক্ষে মত বিএনপির যুগপৎ সঙ্গীদের

রাজধানীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল যুবকের

বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে সেমিনার

গজারিয়ায় একাধিক মাদ্রাসা ও এতিমখানায় শীতবস্ত্র বিতরণ

সাকিব ও তামিমের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

এ বছর ১৫০ জনের বেশি টিভি সাংবাদিক চাকরিচ্যুত

পাকিস্তান থেকে দ্বিগুণ পণ্য নিয়ে আবার এলো সেই জাহাজ

স্মৃতিস্তম্ভে জুতা পরে হিরো আলমের টিকটক, ভিডিও ভাইরাল

এশিয়াকাপ জয়ীদের জন্য বড় অঙ্কের পুরস্কার ঘোষণা বিসিবির

লাইসেন্স ও ট্যাক্সের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

বিএনপি সমর্থিত দুই মেম্বারের সামাজিক বিরোধে প্রাণ গেল যুবকের

ঢাকা মেট্রোকে হারিয়ে ফাইনালে রংপুর

চট্টগ্রামে সাদাকা ফান্ডের বর্ষপূর্তি উপলক্ষে সম্মেলন অনুষ্ঠিত

চাঁদাবাজরা যেন ক্ষমতায় আসতে না পারে, সতর্ক থাকুন: হাসনাত

জুড়ীতে মরহুম আব্দুল আজিম মাস্টার মেধাবৃত্তি প্রকল্প পরীক্ষা অনুষ্ঠিত

জনগণই ঠিক করবে দেশ পরিচালনা কে করবে: গয়েশ্বর

কুষ্টিয়াতে রাতের আঁধারে কৃষকের পেঁয়াজের চারা কর্তন

বাংলাদেশে গুমের ঘটনায় ভারতের সম্পৃক্ততা পেয়েছে কমিশন

বিগত সময়ে দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় অপরাধ করেছে: আইজিপি

বাজার স্থিতিশীল রাখতেই ধান-চাল সংগ্রহ: খাদ্য উপদেষ্টা