অগ্নিকাণ্ডের ঘটনায় বদলি করা হয়েছে সচিবালয়ের নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে। তাকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পিওএম দক্ষিণ বিভাগের ডিসি হিসেবে বদলি করে আদেশ জারি করা হয়েছে। অথচ অগ্নিকাণ্ডের আগে থেকেই তিনি পবিত্র ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন।
গত ২২ ডিসেম্বর ওমরাহ পালনের উদ্দেশ্যে সপরিবারে ঢাকা ত্যাগ করেন তিনি।আগামী ৪ জানুয়ারি তার দেশে ফিরে কর্মস্থলে যোগ দেওয়ার কথা।
জানা গেছে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে ছিলেন এডিসি আবু সাঈদ । সে সময় তার নেতৃত্বেই সকল কার্যক্রম পরিচালিত হয়েছিল । দায়িত্বে অবহেলার জন্য যদিও তিনি বহাল তবিয়তে আছেন কিন্তু বলির পাঠা হলেন ডিসি তানভীর। জানা গেছে বিসিএস ২৮ ব্যাচের এই চৌকস কর্মকর্তা তার কর্মজীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন এবং অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন ।
গত বুধবার দিবাগত রাত ৩টা ১৫ মিনিটে সচিবালয়ের আগুন নেভাতে গিয়ে ট্রাকচাপায় সোহানুর জামান নয়ন নামের এক ফায়ার সার্ভিসকর্মী নিহত হন।
আগুন লাগার পর সচিবালয়ের সামনের রাস্তা পুলিশ বন্ধ না করার কারণে নয়নের মৃত্যু হয় বলে অভিযোগ ওঠে। এই অভিযোগের তিন দিন পর সচিবালয়ে নিরাপত্তা বিভাগের দায়িত্বে থাকা ডিসি এম তানভীর আহমেদকে সরানো হলো।
আমার বার্তা/এমই