বিশ্ববাজারে স্বর্ণের দাম চলতি বছরের প্রথম ৬ মাসে বেড়েছে ২৬ শতাংশ। অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়লে বছরের বাকি সময়ও মূল্যবান এই ধাতুটির বাজারদর ঊর্ধ্বমুখী থাকার পূর্বাভাস দিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)।
বিশ্বব্যাপী চলছে ভূরাজনৈতিক উত্তেজনা, মার্কিন শুল্ক যুদ্ধ। সেই সঙ্গে কমছে ডলারের বিনিময় হার। এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে উর্ধ্বমুখী স্বর্ণের দাম। ডব্লিউজিসির তথ্য, চলতি বছরের প্রথমার্ধে মূল্যবান ধাতুর দাম বেড়েছে ২৬ শতাংশ।
বছরের বাকি সময়ও মূল্যবান এই ধাতুটির বাজারদর ঊর্ধ্বমুখী থাকবে জানিয়ে সংস্থাটির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিনিয়োগকারীদের চাহিদা আর কেন্দ্রীয় ব্যাংকগুলোর বাড়তি ক্রয়ের কারণে দাম বাড়ছে স্বর্ণের।
এছাড়া, অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিরতা বাড়লে সামনের দিনগুলোয় ধাতুটির চাহিদা আরও বাড়তে পারে, যার প্রভাব পড়বে দামে।
ডব্লিউজিসি বলছে, সম্প্রতি স্বর্ণের দামে সীমিত পরিসরের ওঠানামা আগামীতে মূল্যবৃদ্ধির নতুন ভিত্তি তৈরি করছে। অন্যদিকে বৈশ্বিক বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়লে স্বর্ণের দাম ১৭ শতাংশ পর্যন্ত কমে যাওয়ার পূর্বাভাসও দিয়েছে সংস্থাটি।
আমার বার্তা/এল/এমই