ই-পেপার মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

এআইয়ের অপব্যবহার বৈশ্বিক মাথাব্যথা, একত্রে চিন্তা করলে ভালো কিছু আসবে

আমার বার্তা অনলাইন
২১ অক্টোবর ২০২৫, ১১:৩১
আপডেট  : ২১ অক্টোবর ২০২৫, ১১:৩২

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর অপব্যবহার এখন একটি বৈশ্বিক মাথাব্যথা হয়ে দাঁড়িয়েছে। এআইকে অস্ত্র বা যন্ত্রের সঙ্গে তুলনা করে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, একজন ডাক্তার যেমন এটি ব্যবহার করতে পারেন, তেমনি একজন ছিনতাইকারীও ব্যবহার করতে পারে। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে এআইয়ের অপব্যবহার রোধ করতে এটিকে নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে একীভূত করার চেষ্টা চলছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) নির্বাচন কমিশন আয়োজিত 'নির্বাচনী প্রক্রিয়ায় এআই অপব্যবহার প্রতিরোধ' শীর্ষক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সিইসি সংশ্লিষ্ট সবার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, আমরা সবাই মিলে একত্রে চিন্তা করলে আরও অনেক ভালো কিছু বেরিয়ে আসবে। তাই এই কর্মশালাটি একত্রে চিন্তা করে একটি সুনির্দিষ্ট সমাধান নিয়ে আসার একটি সুযোগ।

সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা চেয়ে সিইসি কড়া নির্দেশনা দিয়ে বলেন, নির্বাচনী প্রক্রিয়ায় এআইয়ের অপব্যবহার মোকাবিলায় একটি শক্তিশালী অবকাঠামো তৈরির জন্য কর্মশালায় উপস্থিত বিশেষজ্ঞ ও কর্মকর্তাদের কাছ থেকে সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ে মৌলিক সুপারিশ চাওয়া হয়েছে। শুধুমাত্র নীতিগত নির্দেশিকা নয়, বরং বাস্তবায়নযোগ্য খুঁটিনাটি জানতে চেয়েছি। তিনি বলেন, আমি এই কর্মশালা থেকে সুনির্দিষ্ট কিছু পরামর্শ চাই।

২৪ ঘণ্টার নজরদারি ও ফ্যাক্ট চেকিং

সিইসি জোর দিয়ে বলেন, নির্বাচন চলাকালীন সময়ে, বিশেষ করে গভীর রাতেও বহু কিছু ঘটে যেতে পারে। তাই ভুল তথ্য বা মিথ্যা তথ্যের দ্রুত মোকাবিলায় গঠিত সেলকে অবশ্যই ২৪ ঘণ্টা কাজ করতে হবে। এ কাজের জন্য কী ধরনের লোকবল নিয়োগ দিতে হবে তা নিশ্চিত করতে হবে।

ফ্যাক্ট চেকিংয়ের বিষয়ে তিনি বলেন, ফ্যাক্ট চেকিংয়ের পদ্ধতি কেমন হবে, কত দ্রুত তথ্য যাচাই করা যাবে, এবং কোন কোন সংস্থাকে এর জন্য কাজে লাগানো হবে—এই বিষয়ে সুনির্দিষ্ট সমাধান দরকার। ফ্যাক্ট চেকিংয়ের জন্য প্রয়োজনীয় জনবল সংখ্যা কত হবে, তারও ধারণা দিতে হবে।

প্রত্যন্ত অঞ্চলের সংযোগ স্থাপন

সিইসি পাহাড়ি অঞ্চল বা প্রত্যন্ত এলাকা থেকে ভুল তথ্য ছড়ানোর চ্যালেঞ্জ নিয়েও কথা বলেন। তিনি বলেন, ধরুন, পাহাড়ের দুর্গম অঞ্চল বা সমুদ্র উপকূলের অফশোর আইল্যান্ডগুলো থেকে অস্বাভাবিক বা মিথ্যা তথ্য আসতে পারে। সেই তথ্য বা মিথ্যা তথ্যের কাছে পৌঁছানো এবং সেগুলোকে মোকাবিলা করার উপায় কী? এজন্য প্রত্যন্ত অঞ্চলের সঙ্গে কেন্দ্রীয় সেলের সংযোগ স্থাপন করা অত্যন্ত জরুরি। প্রয়োজনে প্রতি শিফটে কতজন কর্মী নিয়োগ করতে হবে এবং তাদের শিক্ষাগত পটভূমি বা অভিজ্ঞতা কেমন হতে হবে, সে বিষয়ে বিস্তারিত সুপারিশ দিতে হবে।

স্থানীয় সংযোগের বিষয়ে সিইসি বলেন, প্রত্যন্ত অঞ্চলে কারা আমাদের হয়ে কাজ করবে এবং এই মিথ্যা তথ্যগুলো সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করবে—এই সব খুঁটিনাটি বিষয় নিয়ে পরামর্শ দিতে হবে। এই কর্মশালাটি অত্যন্ত কার্যকর হবে এবং আসন্ন জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশনকে তার যাত্রাপথে এগিয়ে যেতে সাহায্য করবে বলে প্রত্যাশা করেন সিইসি।

দায়িত্বশীলতা-দেশপ্রেম জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি: সিনিয়র সচিব

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, প্রজাতন্ত্রের কর্মচারীদের মধ্যে সততা, দায়িত্বশীলতা

এক যুগে সড়কে মৃত্যু এক লাখ ১৬ হাজার, আহত এক লাখ ৬৫ হাজার

বিগত এক যুগে সড়কে ৬৭ হাজার ৮৯০টি দুর্ঘটনায় এক লাখ ১৬ হাজার ৭২৬ জন নিহত

দুই ধাপে দেওয়া হবে শিক্ষকদের বাড়িভাড়ার ১৫ শতাংশ

টানা আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা মূল বেতনের ১৫ শতাংশ করতে যাচ্ছে

ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের ওষুধ শিল্পে বড় ধরনের ধাক্কা লেগেছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীপাবলির আতশবাজিতে বিষাক্ত ধোঁয়ায় আচ্ছন্ন নয়াদিল্লি, দমবন্ধ পরিস্থিতি

ব্রোকলির এই উপকারিতাগুলো জানতেন?

১৫ শতাংশ বাড়িভাড়ায় অর্থ মন্ত্রণালয়ের সম্মতি, ‘খুশি’ শিক্ষকরা

এয়ারপোর্টের আগুন ফ্যাসিস্ট হাসিনার নাশকতার অংশ: আমান

দায়িত্বশীলতা-দেশপ্রেম জাতির অগ্রযাত্রার চালিকা শক্তি: সিনিয়র সচিব

এক যুগে সড়কে মৃত্যু এক লাখ ১৬ হাজার, আহত এক লাখ ৬৫ হাজার

দিনটি ঐতিহাসিক, আমি সৌভাগ্যবান: শিক্ষা উপদেষ্টা

দুই ধাপে দেওয়া হবে শিক্ষকদের বাড়িভাড়ার ১৫ শতাংশ

সরাইল কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে প্রতিদ্বন্দী সেলিম ঠাকুর ও নুর আলম

ওষুধ উৎপাদনে অনিশ্চয়তা, ক্ষতি ছাড়াতে পারে ৪ হাজার কোটি টাকা

চোখের সামনেই জোবায়েদকে নিস্তেজ হতে দেখেছে বর্ষা

আজ বেনাপোল বন্দরে আমদানি-রফতানি বন্ধ

জাপানের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তাকাইচি

বাজারে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল সাইকেল আরোহীর

উৎসবমুখর পরিবেশে উদযাপিত ইন্টারন্যাশনাল শেফস ডে ২০২৫

তেলাপোকা মারতে গিয়ে অ্যাপার্টমেন্টে আগুন, ১ জনের মৃত্যু

ইনস্টাগ্রামে কিশোর-কিশোরীরা কী দেখে?

চীনের কাছ থেকে দুটি নতুন জাহাজ পাচ্ছে বিএসসি

‘ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত বলে মনে হচ্ছে’

কবিরাজের কাছে ছোট বোনের ‘জিন ছাড়াতে’ গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ