
আগামী সংসদ নির্বাচনে কোনো এলাকায় ভোটগ্রহণে বেশি অনিয়ম হয়েছে মনে হলে নির্বাচন কমিশন চাইলে পুরো এলাকার ভোট বাতিল করতে পারবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
আইন উপদেষ্টা বলেন, বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব আদেশ-২০২৫ এর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।
তিনি বলেন, আগের আইনে কোনো একটি নির্বাচনী এলাকায় যদি কোনো ভোটকন্দ্রে গণ্ডগোল হতো সে ভোটকেন্দ্রের ফলাফল বাতিল করার বিধান ছিল। এখন নির্বাচন কমিশন যদি মনে করে একটা নির্বাচনী এলাকাতেই এত বেশি অনিয়ম হয়েছে যে পুরো নির্বাচনী এলাকার ভোটই বাতিল করা উচিত, তাহলে ইলেকশন কমিশন সেটা করতে পারবে, সেই ক্ষমতা দেওয়া হয়েছে।
আমার বার্তা/এল/এমই

