ই-পেপার বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

ছাত্র শিক্ষক সম্পর্কের অবনতি নেপথ্যে রাজনীতি

মো. রুহুল আমিন:
০১ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৪৬

স্বৈরাচারী সরকারের পতনের পর বিভিন্ন জায়গায় পদত্যাগের হিড়িক লেগেছে। শিক্ষা ক্ষেত্রেও এর সংখ্যা নিহাত কম নয়। দেশের প্রায় ৪৩টি সরকারি বিশ্ববিদ্যালয় উপাচার্য শূন্য হয়ে পড়েছে (সূত্র: সমকাল)। উপাচার্য পাশাপাশি উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, ডিন, প্রক্টর ও হলের প্রভোস্টরা পদত্যাগ করেছেন। কেউ স্বেচ্ছায় কেউ আবার চাপের মুখে পরে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। সরকারের পতনের প্রভাব শুধু বিশ্ববিদ্যালয়েই পড়েছে এমন নয়। দেশের বিভিন্ন স্কুল কলেজেও এর প্রভাব পড়েছে। শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে প্রধান শিক্ষক, অধ্যক্ষরা পদত্যাগ করতে বাধ্য হচ্ছেন। পদত্যাগের বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও নিয়ে পক্ষে বিপক্ষে অনেকই মতামত দিচ্ছেন। শিক্ষকরা জাতি গঠনের মূল কারিগর। বাবা মায়ের পরেই শিক্ষকদের স্থান। শিক্ষকরা সমাজের মুকুট। তাদের অপমান অপদস্ত তা আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ব্যাথিত হয়েছি জাতির কারিগরদের সাথে এমন আচরণের জন্য।

ছোটবেলায় শিক্ষা গুরুর মর্যাদা নামে কবি কাজী কাদের নেওয়াজের লেখা একটি কবিতা পড়েছিলাম। কবিতার মূলভাব হলো বাদশাহ আলমগীরের পুত্র কে দিল্লির এক মৌলবী(শিক্ষক) পড়াইতো। একদিন মৌলবীকে অযুর পানি ঢেলে দিচ্ছিলেন শাহাজাদা। আর মৌলবী নিজ হাতে তার শরীর পরিষ্কার করতেছিলেন। বাদশাহ সেই দৃশ্য দেখে মৌলবী কে রাজদরবারে ডাকলেন। মৌলবী ভাবলেন আজ তার রেহাই নাই। বাদশাহ আলমগীরের শাস্তির কথা ভেবে সে প্রচন্ড ভয় পেলেন। বাদশাহ আলমগীর মৌলবী কে বললেন, আপনি আমার ছেলেকে কি শিক্ষা দিয়েছেন যে সে আপনার হাত-পা না কচলিয়ে দিয়ে শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে পানি ঢালছিলো এ কেমন আদব শিক্ষা দিয়েছেন আপনি ছাত্রকে। যুগে যুগে শিক্ষকদের মাথা উঁচু ছিলো। কিন্তু বর্তমান সময়ে এর উল্টা টা দেখা যায়। কিছুদিন আগে খবরে দেখতে পাই এক শিক্ষক তার ছাত্র কে শাসন করায় অভিভাবক এসে শিক্ষককে পিটিয়েছে। কিন্তু আমাদের সময় অভিভাবকরা শিক্ষকদের এমন বার্তা দিতো যে আমার ছেলে শরীরে মাংস আপনার হাড্ডি আমার। এটি আসলে রূপক অর্থে ব্যবহার করতো। এর মাধ্যমে শিক্ষকদের শাসন করার অধিকার দিতো। কিন্তু বর্তমান সময়ে শিক্ষকদের এমন অবস্থার কারণ কি? গতকাল ফেসবুকে এক ভিডিও তে দেখলাম ছাত্ররা জোর করে পদত্যাগ করাতে গেলে এক শিক্ষক সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন।

শিক্ষক রাজনীতিই শিক্ষকদের অপদস্ততার মূল কারণ? শিক্ষকরা লেজুড়বৃত্তিক রাজনীতিতে অংশগ্রহণ করো বিভিন্ন প্রশাসনিক পদ দখলের চেষ্টা করছে। গত কয়েক বছরে সরকার দলীয় শিক্ষকদের বিভিন্ন গুরত্বপূর্ণ জায়গায় নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের ক্ষেত্রে তার যোগ্যতা এবং দক্ষতাকে বিবেচনা না করে বিবেচনা করে হয়েছে সে সরকারের অনুগত্য দাস কিনা। বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন সরকারি কলেজের অধ্যক্ষ, প্রধান শিক্ষক সব নিয়োগ হয়েছে রাজনৈতিক ভাবে। নিয়োগকৃত শিক্ষকরা সরকারের এজেন্ডা বাস্তবায়নের জন্য দিন রাত নিরলস ভাবে কাজ করেছেন। দূর্নীতি করে নিজেরা সম্পদের পাহাড় তৈরি করেছেন। ভিন্নমতের শিক্ষকদের বিভিন্ন ভাবে হয়রানির শিকার করেছেন। দলীয় শিক্ষকদের বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে প্রভোস্ট হিসাবে নিয়োগ দেওয়া হতো। তারা রাজনৈতিক নেতাদের কাছে আবাসিক হলগুলো বর্গা দিতো। হলে ছাত্রদের সিট দেওয়ার ক্ষমতা ছিলো রাজনৈতিক নেতাদের কাছে। তারা এই ক্ষমতাকে কাজে লাগিয়ে হলে সিট বানিজ্য সহ নানা ধরনের অপকর্মে লিপ্ত ছিলো। রাজনৈতিক মতাদর্শে শিক্ষকরা লাল, নীল, সাদাকালো সহ বিভিন্ন ফোরাম কোরামে বিভক্ত হয়েছেন। তাদের মূল লক্ষ্য উদ্দেশ্য ছাত্রদের পড়া লেখার প্রতি না হয়ে হয়েছিলো কিভাবে দূর্নীতি করে টাকা পয়সা কামানো এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করা।

ঢাকা বিশ্বিবদ্যালয়ের সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের জোড় পূর্বক পদত্যাগের ঘটনা ঘটেছে। কোন কোন শিক্ষকদের বিভাগে অবাঞ্ছিত ঘোষণা করে ব্যানার পোস্টার ঝুলিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ে না আসলে বাসায় গিয়ে হেনেস্থা করা হচ্ছে। অনেক শিক্ষক নিজের নিরাপত্তা শঙ্কা থাকায় বিশ্ববিদ্যালয়ে আসছেন না। কেউ কেউ আবার ভয়ে বাসা থেকে পালিয়েছেন। যারা এরকম পরিস্থিতির শিকার হয়েছেন তাদের বেশির ভাগ শিক্ষক গত ১৬ বছরে রাজনৈতিক ছত্র ছায়ায় বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত ছিলো। তারা প্রশাসনিক বিভিন্ন দায়িত্বে থেকে শিক্ষার্থী নির্যাতন সহ বিভিন্ন অনিয়মের পক্ষে সাফাই গেয়েছেন। কেউ বলছেন এটি তাদের অপকর্মের ফসল। এর বিপরীত দিকও আছে যেসকল শিক্ষক আন্দোলনের পক্ষে ছিলো তারা বিভিন্ন ভাবে প্রসাংশার জেয়ারে ভাসছেন।

সামজিক যোগাযোগ মাধ্যমে মুন্সিগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষকে জোর করে ছাত্রদের দ্বারা পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। অধ্যক্ষ মহোদয় বয়স্ক এবং মুখে দাড়ি। তার পদত্যাগ করানোর ভিডিও দেখে আমার হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। তারও তো পরিবার পরিজন আছে। কিন্তু একটু পর তার কৃতকর্মের একটা লিস্ট দেখতে পাই যেটি আসলে তার পদত্যাগ করানোর পিছনে মূল কারণ। বিভিন্ন রাজনৈতিক ব্যানার-পোস্টারে তার নাম। ফেসবুকে শিক্ষার্থী নির্যাতনের পক্ষে পোস্ট এবং কমেন্টসের স্কিনশর্ট সম্বলিত বিভিন্ন পোস্ট। তার কৃতকর্মে তার অপদস্ততার জন্য দায়ী। আমি তার পদত্যাগ করানোর পক্ষে সাফাই গাইছি না। কারণ শিক্ষকরা এই সমাজের মুকুট। তারা জাতি গড়ার মূল করিগর। তাদের থেকে জাতি শিক্ষা নিবে কিন্তু তারাই বিপথগামী হয়ে পড়েছে। শিক্ষকরা সত্য কে সত্য মিথ্যা কে মিথ্যা বলতে পারেনি। তারা অনিয়ম, অত্যাচার, শোষণ, নিপিড়ন, বৈষম্য, জুলুম এর সামনে মাথা উচু করে দাঁড়াইনি। তার পদলেহন করেছেন ক্ষমতার জন্য, নিজেদের স্বার্থ হাসিলের জন্য। নিজেদের স্বার্থ হাসিলের জন্য ক্ষমতাশীল দলের রাজনৈতিক ছাত্র সংগঠনকে লেলিয়ে দিয়েছে ছাত্রদের বিভিন্ন যৌক্তিক দাবির বিরুদ্ধে। নিজদলের নেতাদের সাথে সুসম্পর্ক রাখতে দূরত্ব তৈরি করেছেন সাধারণ শিক্ষার্থীদের সাথে। অন্যায় ভাবে অযোগ্য শিক্ষক নিয়োগ দিয়েছেন রাজনীতি এবং পেটনীতির উপর ভিত্তি করে।

শিক্ষা জাতির মেরুদণ্ড। আর এই মেরুদণ্ড তৈরি করার কারিগর মহান শিক্ষক। মহান শিক্ষকদের কাছে থেকে শিক্ষার্থীরা নীতি নৈতিকতা আচার-আচরণ সহ যাবতীয় কিছু শিখবে। শিক্ষকদের আইডল হিসাবে নিয়ে তাদের মতো জীবন গড়ার চেষ্টা করবে। কিন্তু শিক্ষকরা যদি হয় টাকায় নিয়োগ, পদলেহন ব্যাস্ত তাহলে তাদের কাছে থেকে কি শিখবে ছাত্ররা? এ প্রশ্ন কিন্তু থেকেই যায়। বিশ্ববিদ্যালয় শিক্ষক যদি বিভিন্ন দিবসে শহীদ মিনারে ফুল আগে পরে দেওয়া নিয়ে ছাত্রদের সামনে নিজেদের মধ্যে হাতাহাতি করে। তারা যদি ছাত্রলীগ নেতার কাছে পিস্তল চালানোর প্রশিক্ষণ নিতে গিয়ে খবরের কাগজের শিরোনাম হন। তাদের দূর্নীতির ফোনালাপ যদি দুইদিন পরপর ফাঁস হয়। ছাত্রীদের কে বেশি নাম্বার দেখিয়ে অনৈতিক প্রস্তাবের ফোনালাপ ফাঁস হয়। শিক্ষকদের আলমারি থেকে যদি পুতুল বের হয়। এসকল শিক্ষকদের কাছে থেকে জাতি কি শিখবে? সকল শিক্ষক এমন নয়। এর মধ্যে অনেক বিবেকবান ভাল শিক্ষক সমাজে বিরাজমান।

জাতির কান্ডারী শিক্ষকদের হতে হবে অরাজনৈতিক। তাদের মূল লক্ষ্য থাকতে হবে শিক্ষার্থীদের নিয়ে কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নয়। শিক্ষক নিয়োগ দিতে হবে মেধার ভিত্তিতে রাজনৈতিক নেতা বা অবৈধ লেনদেনের মধ্যেমে নয়। প্রতিষ্ঠানিক এবং বিভিন্ন প্রশাসনিক কর্তাদের নিয়োগ করতে হবে দক্ষতার ভিত্তিতে রাজনৈতিক মতাদর্শে নয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কলেজের অধ্যক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানিক প্রধানরা যেন নিজেদের স্বার্থ হাসিলের জন্য একটা বলয় তৈরী করে অনিয়ম এবং দূর্নীতি না করতে পারে। বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসিক হলগুলোতে যেন রাজনৈতিক পরিচয়ের পরিবর্তে মেধার ভিত্তিতে সিট বন্টন করতে হবে। শিক্ষকদের রাজনৈতিক সাদা, কালো, লাল, নীল, ফোরাম, কোরামের পরিবর্তে মূল লক্ষ্য থাকতে হবে শিক্ষার্থীদের দিকে। বর্তমান সময়ে শিক্ষার্থীদের এমন আচরণের পিছনে নিপিড়ীত অনেকেই উস্কানি দিচ্ছে। উস্কানি দিয়ে তাঁরা ক্ষমতা দখলের চেষ্টা করছে। উস্কানি দাতাদের মনে রাখতে হবে অন্যায় ভাবে কোন কিছু অর্জন করতে গেলে বা কোন নিয়োম তৈরি করলে সেটির পরিনাম ভবিষ্যতে আরো খারাপ হতে পারে। নিজেও এর ভুক্তভোগী হতে পারে। অন্যরা যা করছে আপনিও যদি তা করেন তাহলে তাদের সাথে আপনাদের পার্থক্য কোথায়? শিক্ষার্থীদের আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ দিতে হবে। শিক্ষা উপদেষ্টা শিক্ষার্থীদের এমন আচরণ থেকে বিরত থাকতে বলেছেন। কেউ যদি অপরাধী হয়ে থাকে তার বিরুদ্ধে অভিযোগ দিন। কাজ না হলে তারপর আন্দোলনের পথ বেছে নিতে পারেন। শিক্ষকতা একটি মহান পেশা ইতিহাসে বহু শিক্ষকের ত্যাগের কথা আমরা পড়েছি। স্বার্থান্বেষী গুটিকয়েক শিক্ষকের জন্য যেন যেন জাতি গড়ার মূল করিগররা যেন প্রশ্নের মধ্যে না পড়েন। এজন্য শিক্ষকদের মধ্যে দলীয় ভিত্তিতে বিভাজন না হয়ে একটা পরিচয় থাকবে শিক্ষক। শিক্ষাঙ্গনে সকল প্রকার রাজনীতি নিষিদ্ধ হোক। মহান শিক্ষকরা মাথার মুকুট হয়ে ছিলো সেটিই হয়ে থাকুক। আমার মহান শিক্ষাগুরুরা যেন অপমান অপদস্ত না হয়, শির উঁচু করে সমাজে থাকুক এটিই কাম্য।

লেখক : শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া।

আমার বার্তা/মো. রুহুল আমিন/এমই

উদার গণতান্ত্রিক দেশ ও স্বৈরতান্ত্রিক শাসন

রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিংশ শতাব্দীর শেষ পর্যন্ত গণতান্ত্রিক ব্যবস্থা কার্যকরী ছিল পৃথিবীর বিভিন্ন দেশে। একবিংশ

নারীর ক্ষমতায়ন ও শিশুর কল্যাণ

স্বাধীনতা পরবর্তী সময়ে পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমঅধিকার থেকে বঞ্চিত নারীদের অধিকার প্রতিষ্ঠার জন্য বিভিন্ন

রাখাইনে আরাকান আর্মির আপাত বিজয় ও বাংলাদেশের অবস্থান

আরাকান আর্মি ২০২৩ সালের মিয়ানমারের সামরিক জান্তার বিরুদ্ধে নভেম্বর মাস থেকে শুরু হওয়া সংগ্রামের মাধ্যমে 

খেজুর গুড়ের বাণিজ্যিক গুরুত্ব ও সম্ভাবনা

খেজুরের রস ও গুড় পছন্দ করে না, এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যিই দুষ্কর। একসময় শীত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম জিলহজ্জ রাজ্জাক মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে ড. জহির খান বৃত্তি প্রদান

ডাকসু নির্বাচন : সর্বোচ্চ ৭ বছর ভোটার ও প্রার্থী হওয়ার সুপারিশ

তরুণ বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে আনসারে জনবল বাড়ানো হচ্ছে

পুলিশ পরিচয়ে আওয়ামী লীগ কর্মীকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা

চার হাজার বাংলাদেশি কর্মী নেওয়ার ঘোষণা দিলো গ্রিস

কিশোরগঞ্জে নার্সের ভুল ইনজেকশনে ২ রোগীর মৃত্যু

হাদিসে যেভাবে ভিক্ষাবৃত্তিতে অনুৎসাহিত করা হয়েছে

পারিশ্রমিক না পাওয়ায় অনুশীলন বয়কট রাজশাহীর ক্রিকেটারদের

কোন কারণে বেশি রাগ হয়?

ঠাকুরগাঁওয়ে বিএসএফের হাতে বাংলাদেশি আটক

মুক্তা চৌধুরীর পর পদ হারালেন তার স্ত্রীও

ইউক্রেনকে আর সহায়তা করবে না যুক্তরাষ্ট্র: সুলিভান

আজ বায়ুদূষণের শীর্ষে কায়রো, ‘খুব অস্বাস্থ্যকর’ ঢাকা

ভারত থেকে এলো ২৪৫০ মেট্রিক টন চাল

সারজিসসহ ৪৫ জনের পাসপোর্ট জব্দের দাবি, যা বলছে ফ্যাক্টচেক

পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করতে কাজ করছে সরকার: আইজিপি

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো চার সংস্কার কমিশন

উদার গণতান্ত্রিক দেশ ও স্বৈরতান্ত্রিক শাসন

বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান

সরকারি ৩ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগ