ই-পেপার মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

নতুন বছরে বিশ্ব অর্থনীতিতে নেই কোন সুসংবাদ

রায়হান আহমেদ তপাদার:
০৫ জানুয়ারি ২০২৫, ১০:৩২

২০২৪ এ বছর জুড়ে ঘটে যাওয়া ঘটনাগুলোর রেশ নিয়েই নতুন বছরে পা দিয়েছে বাংলাদেশ। বিগত বছরে যেমন নানামুখী চ্যালেঞ্জ আর অভূতপূর্ব ঘটনাবলীর মধ্য দিয়ে গেছে বাংলাদেশ। নতুন বছরেও রাজনীতি, নির্বাচন আর অর্থনীতিতে চ্যালেঞ্জ থাকবে। ২০২৫ সালেই ঘোষণা হতে পারে পরবর্তী নির্বাচনের সম্ভাব্য সময়, যা সরাসরি প্রভাব রাখবে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনীতি আর কূটনৈতিক সম্পর্কে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যে মতভেদ দেখা যাচ্ছে সামনে বছর তা আরও ঘনীভূত হতে পারে। বিশেষ করে নির্বাচন এগিয়ে আসার সাথে সাথে এই মতভেদ রূপ নিতে পারে সংঘাতেও। এছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেয়া-না নেয়াও একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারে। একইসঙ্গে শেখ হাসিনার ভারতে অবস্থানের প্রভাব পড়তে পারে ভারত-বাংলাদেশ সম্পর্কেও। করনা মহামারীর প্রভাব সবেমাত্র কাটিয়ে উঠতে শুরু করেছে বৈশ্বিক অর্থনীতি, তখনই একরাশ নয়া প্রতিবন্ধকতা নিয়ে সামনে এল ২০২৫ সাল। মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াই করে অর্থনৈতিক মন্দাকে সামাল দিয়েই ২০২৪ সালে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংকগুলো তাদের সুদহার কমাতে সক্ষম হয়েছে। গত বছরে যুক্তরাষ্ট্র ও ইউরোপে শেয়ারবাজার রেকর্ড উচ্চতায় পৌঁছেছিল। এমনকী অতি-ধনীদের জন্য একটি উল্লেখযোগ্য বছর হিসেবে ঘোষণা করা হয়েছিল, কেননা এ বছরে ১৪১ জন নতুন বিলিয়নেয়ার সুপাররিচের তালিকায় নিজেদের নাম লিখিয়েছেন। কিন্তু করনা মহামারীর পর বিশ্বজুড়ে কঠিন অর্থনৈতিক বাস্তবতা, দ্রব্যমূল্যের বৃদ্ধি, মুদ্রাস্ফীতিতে স্বাভাবিক জীবন পরিচালন কঠিন হয়ে পড়েছিল। যার জন্য রাজনৈতিক প্রতিনিধিদের ওপর জনগণের আস্থার ভিত নড়বড়ে হয়ে গেছে।

পুরো বছরজুড়েই ভারত থেকে শুরুকরে দক্ষিণ আফ্রিকা, ইউরোপ ও যুক্তরাষ্ট্রে বর্তমান সরকারগুলোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিল সাধারণ মানুষ। ধারণা করা হচ্ছে ২০২৫ সাল আরো কঠিন হতে চলেছে।ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সি যদি মার্কিন যুক্তরাষ্ট্রের আমদানি শুল্ক আরোপ করে, তবে বিশ্বব্যাপী বাণিজ্য যুদ্ধ শুরুর ক্ষেত্রে তা একটি মুখ্য ভূমিকা রাখবে, যা কিনা নতুন ধরনের মূল্যস্ফীতি, বৈশ্বিক মন্দা ঘটাবে। আর বর্তমানে ঐতিহাসিকভাবে নিম্ন স্তরে থাকা বেকারত্ব বৃদ্ধি পেতে পারে ২০২৫ সালে। ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত, জার্মানি ও ফ্রান্সের রাজনৈতিক অচলাবস্থা এবং চীনা অর্থনীতি নিয়ে প্রশ্ন সমগ্র বিশ্ব পরিস্থিতি আরো জটিল করে তুলছে। একই সঙ্গে বেশ কয়েকটি দেশের জন্য বাড়তি চিন্তার উদ্বেগ ঘটাবে জলবায়ুর ক্ষতি মোকাবেলায় ব্যয়িত অর্থ। বিশ্বব্যাংকের তথ্যানুযায়ী, করনা মহামারী-পরবর্তী অর্থনৈতিক পুনরুদ্ধারের দৌড়ে পিছিয়ে পড়ায় দেড় দশক ধরে বিশ্বের দরিদ্র দেশগুলো সবচেয়ে বেশি অর্থনৈতিক সংকটে রয়েছে। পিছিয়ে পড়া এসব দেশের জন্য প্রয়োজন শিথিল বাণিজ্য বা তহবিল শর্তাবলি।উন্নত দেশগুলোর নাগরিকরা মনে করছেন তাদের ক্রয়ক্ষমতা, জীবনযাত্রার মান এবং ভবিষ্যৎ জীবন ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। এমতাবস্থায় উন্নত অর্থনীতির দেশগুলোয় দেশের নাগরিকদের সরকারের প্রতি বিশ্বাস ফেরানো হবে রাষ্ট্রের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর এ সমস্যাগুলোক মোকাবেলা করতে ব্যর্থ হলে চরমপন্থী দলগুলোর উত্থান সুনিশ্চিত। তাছাডাও জাতীয় বাজেটগুলোর জন্য নতুন ব্যয়ের খাত সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরই মধ্যে করনা পরবর্তী সময়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা, সেনাবাহিনী সুসজ্জিত করা এবং বৃদ্ধ জনসংখ্যার দেখভাল করার মতো ব্যয়ের খাত রাষ্ট্রগুলোর জন্য নতুন সংযোজন।

শুধু শক্তিশালী অর্থনীতির দেশগুলোই এ ধরনের খাতে ব্যয়ের জন্য রাজস্বের জোগান দিতে সক্ষম। আগের মতো কেবল ঋণ বাড়িয়ে কাজ করার সিদ্ধান্তে আটকে থাকলে আর্থিক সংকট চক্রেই আটকে পড়ার ঝুঁকি থাকবে রাষ্ট্রগুলোর। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিস্টিন লাগার্দে বলেছেন, ২০২৫ সালে অনিশ্চয়তা থাকবে অফুরন্ত। ট্রাম্প দশ থেকে বিশ শতাংশ আমদানি শুল্ক আরোপ করবেন কিনা তা নিয়ে এখনো ধোঁয়াশা রয়েই গেছে। আমদানি শুল্ক আরোপিত হলে চীনের জন্য তা ষাট শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। কিন্তু অনেকেই মনে করছেন এটা কেবলই ট্রাম্পের নতুন কৌশল আলোচনা শুরু করার জন্য। আর সিদ্ধান্তে অটল থাকলে এর প্রভাব বোঝা যাবে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং কারা পাল্টা ব্যবস্থা নেয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। সাম্প্রতিক বছরগুলোয় ক্রমবর্ধমান পরিবর্তনের সম্মুখীন হওয়ায় বেশ চাপের মুখেই পড়েছে। অর্থনীতিবিদরা বলছেন, চীনের উচিত উৎপাদন খাতের অতিরিক্ত নির্ভরতা কমিয়ে আনা এবং বিশ্বের অন্যান্য নিম্ন আয়ের দেশে বিনিয়োগ করা। ইউরোপের দুই শীর্ষ অর্থনীতি-জার্মানি ও ফ্রান্সে চলমান রাজনৈতিক অচলাবস্থার সমাধান করতে হবে। ট্রাম্পের নীতি মূল্যস্ফীতি বৃদ্ধি করলে ডলারের মান বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের সুদহার কমানোর গতি ধীর হয়ে আসার তীব্র সম্ভাবনা থাকবে, যা কিনা অন্যান্য নিম্ন অর্থনীতির দেশের জন্য খারাপ খবর হবে। এছাড়া ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধের অধিকাংশ প্রভাবই বিশ্ববাসীর অজানা। এ সংঘাত চলতে থাকলে বিশ্ববাজারে জ্বালানির দামকে ব্যাপকভাবে প্রভাবিত করবে। তবে এখন পর্যন্ত নীতি নির্ধারকরা এবং আর্থিক খাতগুলো আশা করছে যে বিশ্ব অর্থনীতি এসব সমস্যা পার করতে পারবে এবং কেন্দ্রীয় ব্যাংকাররা সুদের হার স্বাভাবিক স্তরে ফিরিয়ে আনতে সক্ষম হবে।

কিন্তু আন্তর্জাতিক মুদ্রা তহবিল তাদের সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে যে সংকেত দিয়েছে তা অর্থনীতির জন্য সুসংবাদ নয়। গত বছরের পাঁচ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তন বাংলাদেশের অর্থনীতিকে এক অস্বস্তিকর সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছে। দেশকে উন্নয়নে বিশ্বের রোল মডেল হিসেবে দেখানোর যে বয়ান ছিল, তা যে অনেকটাই ফাঁপা ছিল, সেটা বেরিয়ে আসতে শুরু করেছে। মূল্যস্ফীতির কারণে একদিকে সংসার চালাতে হিমশিম খাচ্ছে মানুষ, অন্যদিকে চাকরির যথেষ্ঠ সুযোগ নেই। দেড় দশক ধরে চলা অর্থ পাচার দেশের অর্থনীতিকেই এখন ভঙ্গুর অবস্থায় ঠেলে দিয়েছে। ফলে নতুন বছরে বাংলাদেশের অর্থনীতি নিয়ে উদ্বেগ কাটছে না। অর্থনীতির যেসব সংকট নিয়ে দেশ নতুন বছরে পা রেখেছে, সেগুলো নতুন নয়। ক্রমবর্ধমান খেলাপি ঋণ, উচ্চ মূল্যস্ফীতি, ডলারের মূল্যবৃদ্ধি, রাজস্ব আদায়ে ব্যর্থতা, ব্যাংক লুটপাট-এসব নিয়েই শুরু হয়েছিল ২০২৪ সাল। অন্তর্বর্তী সরকার ইতিমধ্যে কিছু পচন ঠেকাতে সফল হয়েছে, কিন্তু লুটপাটের জের শিগগির মিলিয়ে যাচ্ছে না। নতুন বছরে খেলাপি ঋণ আরও বাড়বে। কারণ, লুকিয়ে রাখা মন্দ ঋণ প্রকাশ্য হবে। ডলারের দাম কোথায় স্থির হবে, তা নিয়ে অনিশ্চয়তা থাকবে। আর মূল্যস্ফীতিতে দ্রুত লাগাম টানা যাবে-এমন আশাও কম। গত ১৮ নভেম্বর দেওয়া এক প্রতিবেদনে বিশ্বের অন্যতম প্রধান ঋণমান নির্ধারণকারী প্রতিষ্ঠান মুডিস বাংলাদেশের অর্থনীতির এক বিষণ্ন চিত্রই এঁকেছে। সরকারের ঋণমানের অবনমন করে মুডিস বলেছে, রাজনৈতিক ঝুঁকি ও কম অর্থনৈতিক প্রবৃদ্ধির কারণে অনেক সমস্যা তৈরি হতে পারে।তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে;কম রাজস্ব আয়,বহিস্থ খাতের দুর্বলতা ও ব্যাংক খাতসংক্রান্ত ঝুঁকি।তবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে কিছুটা হলেও আশাবাদী আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সংস্থাটি মনে করছে, জুনে শেষ হওয়া চলতি অর্থবছরে প্রবৃদ্ধি ৩ দশমিক ৮ শতাংশের তলানিতে নামলেও পরের অর্থবছরে তা ৬ দশমিক ৭ শতাংশে উঠবে। মূল্যস্ফীতি নামবে ৫ শতাংশে। অর্থাৎ প্রবৃদ্ধির উত্থান আর মূল্যস্ফীতি পতনের এই বহুল প্রত্যাশিত ঘটনা আগামী বছর থেকেই ঘটতে শুরু করবে। তবে আমূল সংস্কার না করতে পারলে নতুন বছরে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্য পূরণ হবে না। নানা রকম দাবিদাওয়ার মধ্যে দেশ যখন বায়নাঘর হয়ে উঠেছে, তখন সরকার পরিচালনার খরচ বেড়ে যাওয়া অনেকটাই নিশ্চিত। তাই রাজস্ব আদায় বাড়াতে না পারলে সরকারকে আগামী বছর ঋণের দিকে আরও বেশি ঝুঁকতে হবে। যদিও একটি অভূতপূর্ব পরিস্থিতির মধ্য দিয়ে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন এসেছে। মানুষের মধ্যে বিপুল প্রত্যাশা তৈরি হয়েছে, অর্থনীতি নিয়ে আশাবাদও আছে। ২০২৫ সালের মধ্যে অর্থনীতি হয়তো পুরোপুরি ঘুরে দাঁড়াবে না, তবে প্রবৃদ্ধির ধারায় অর্থনীতিকে ফিরিয়ে নেওয়ার কাজটি এ বছরই শুরু করতে হবে। বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি সম্পর্কে গত মাসে গোল্ডম্যান স্যাক্সের বিশ্লেষকরা বলছেন,'চীনের ওপর সরাসরি প্রভাব পড়বে এবং তারা প্রায় নিশ্চিত ভাবেই শুল্ক আরোপের মুখে পড়তে যাচ্ছে'। যুক্তরাষ্ট্র ছাড়াও আরও অনেক দেশের রাজনীতিতে চলতি বছর বড় ধরনের পরিবর্তন ঘটেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নতুন বছরের মাঝামাঝি সময়ে দেশে আগাম পার্লামেন্ট নির্বাচনের ঘোষণা দিয়েছেন। একই পরিস্থিতি জার্মানিতেও। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে পার্লামেন্ট ভেঙে দিয়ে নতুন বছরের শুরুতে সেখানেও আগাম নির্বাচনের সম্ভাবনা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্যে যা ঘটছে, তার প্রভাবেও বিঘ্ন ঘটতে পারে বৈশ্বিক প্রবৃদ্ধিতে। সুতরাং বলাই যায়, নতুন বছরে বিশ্ব অর্থনীতিতে নেই কোন সুসংবাদ।

লেখক: গবেষক ও কলামিস্ট, যুক্তরাজ্য।

বাংলাদেশে মুক্তবুদ্ধি চর্চার অন্তরায় ও উত্তরণ

মুক্তবুদ্ধি চর্চার ব্যাপারে বর্তমান সময়ে একদল তরুণ খুবই উৎসাহী। তারা মনে করে যে, মানুষ যেমন

বিভিন্ন দেশে শীতকালে আবহাওয়ার বিরুপ প্রভাব

মেরু এবং নাতিশীতোষ্ণ জলবায়ুতে শীতকাল বছরের শীতলতম ঋতু। এটি শরতের পরে এবং বসন্তের আগে আসে।

স্বাধীনতার নতুন অধ্যায় : আত্মপরিচয়ের পথে বাংলাদেশ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাঙালির জন্য একটি অনন্য অধ্যায়—স্বাধীনতার স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার এক চরম আত্মত্যাগের

বিদায়ী বছরের ইতিবৃত্ত ও নতুন বছরের সূচনা

ঘড়ির কাঁটা ঘোরার সঙ্গে সঙ্গে পেরোতে থাকে সময়। সেকেন্ড-মিনিট-ঘণ্টার হিসাব রূপান্তরিত হয় দিন-মাস-বছরে। সূর্যোদয় এবং
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে

অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিলেন উপদেষ্টা মাহফুজ

কলকাতায় বিমানবন্দরে আটকা পড়েছেন ২২০ বাংলাদেশি

পাইকগাছায় তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

জলঢাকায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু ১০ এপ্রিল

শহীদ ও আহতদের পরিবারের জন্য বরাদ্দ ৬৩৮ কোটি টাকা

কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্তের অনুমতি দিলেন রাষ্ট্রপতি

নিরাপত্তা-অর্থনীতির জন্য পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রয়োজন: পররাষ্ট্র উপদেষ্টা

বায়ুদূষণ নিয়ন্ত্রণে চীনের সহযোগিতা চাইলেন পরিবেশ উপদেষ্টা

গুম করে গোপন কারাগারে মানুষ হত্যা আন্তর্জাতিক অপরাধ

চট্টগ্রামে প্রাইভেট চিকিৎসক কল্যাণ সমিতির ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ভারতের কবজা থেকে পাঁচ কিলোমিটার এলাকা অবমুক্ত করলো বিজিবি

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু, হাসপাতালে ৭০

সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সঙ্কট; ব্যাহত শিক্ষা কার্যক্রম

পুঁজিবাজার ইস্যুতে অংশীজনদের সঙ্গে বসছেন অর্থ উপদেষ্টা

বিএনপির মামলায় বাদ যায়নি স্কুলছাত্রসহ মৃত ব্যক্তিও

১৬ বছরে সীমান্তে ৫৮৮ জনকে হত্যা করেছে বিএসএফ

কবি বেল্লাল হাওলাদারের প্রথম গল্পগ্রন্থ ‘স্মৃতিরা অমলিন’র মোড়ক উন্মোচন

এএসপি পরিচয়ে টাকা হাতিয়ে নেওয়া চক্রের সদস্য গ্রেপ্তার