ই-পেপার রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি

আমার বার্তা অনলাইন:
০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০১
মাহমুদুর রহমান মান্না : ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের ক্ষমতা গ্রহণের ১৩ মাস পার হলেও ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, দেশের মানুষ একটি প্রভাবমুক্ত ও মানসম্মত নির্বাচন চায়, অথচ বাস্তবে মানুষের মধ্যে নির্বাচন নিয়ে হতাশা বিরাজ করছে।

রোববার (৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে গণশক্তি সভা আয়োজিত ‘জুলাই সনদ ও নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না এ কথা বলেন।

তিনি বলেন, ঐকমত্য কমিশনের আলোচনায় অনেক বিষয়ে মতৈক্য হলেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখনো মতানৈক্য রয়ে গেছে। বিশেষ করে, পিআর পদ্ধতি নিয়ে আলোচনা শেষ হয়নি। কমিশনের আহ্বানে মাসব্যাপী আলোচনা চলছে। কিন্তু শুধু সরকার নয়, সব রাজনৈতিক দলকেই এখন স্পষ্টভাবে বলতে হবে যে তারা নির্বাচন চায়। আমাদের ভোটকে হতে হবে গুণসম্পন্ন ও মানসম্পন্ন। জুলাই অভ্যুত্থানে যে সাফল্য অর্জিত হয়েছে, তা ব্যর্থতায় পর্যবসিত হতে দেওয়া যাবে না। রাজনৈতিক দলগুলোকে এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

মাহমুদুর রহমান উল্লেখ করেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে সেই ভোটকে গুণমানসম্পন্ন হতে হবে। কিন্তু বাস্তবে পরিস্থিতি ভয়াবহ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ঘটনা টেনে এনে তিনি বলেন, প্রো-ভিসি আর প্রক্টর সারাদিন ফেসবুকে লিখলেন যে ছাত্ররা মার খাচ্ছে, কিন্তু কোনো পুলিশ গেল না। ভোটের দিন যদি যার যেখানে শক্তি থাকে সে গিয়ে ব্যালট বাক্স নিয়ে যায়, পুলিশ কি বাধা দেবে?

মান্না বলেন, জুলাই অভ্যুত্থান থেকে আন্দোলন যে লক্ষ্য নিয়ে শুরু হয়েছিল তা যদি ধাপে ধাপে এগোতে পারত, তাহলে এতগুলো প্রশ্ন তৈরি হতো না। কিন্তু প্রশ্ন তৈরি হয়েছে, সমাধান হয়নি। এজন্য অন্তর্বর্তী সরকার গঠনের প্রয়োজন ছিল, যা হয়তো সব জটিলতার সমাধান করতে পারেনি। এখন মানুষ প্রত্যাশা করছে জুলাই সনদের ভিত্তিতেই অগ্রগতি হবে।

তিনি বলেন, জুলাই সনদ নিয়ে এখন বিতর্ক নেই। কিন্তু কেউ কেউ বলছে সংবিধানের বাইরে গিয়ে কিছু করা যাবে না। আবার আপনারা বলছেন সনদের গ্যারান্টি চাই। এখন এই সমস্যার সমাধান আমি একা কীভাবে দেব? আমার কথায় কিছুই হবে না। বিএনপি-জামায়াত একসঙ্গে বললে ওজন পেত, কিন্তু আমি একা বললে সেটা চলবে না।

মান্না স্পষ্ট করে বলেন, তিনি কোনো বাধা দিতে চান না। শেষ পর্যন্ত গণতন্ত্র মানে সংখ্যাগরিষ্ঠের শাসন। সেই মেজরিটির কাছে সমর্পণ করতেই হবে।

তিনি জানান, জুলাই সনদের ফ্রেশ ড্রাফট ৫ তারিখে দেওয়ার কথা থাকলেও দেওয়া যায়নি। তবে প্রতিদিন খবরের কাগজ থেকে আপডেট তথ্য আসছে। মানুষের চেতনা ও জ্ঞানের পরিধি বেড়েছে—এটা বড় অর্জন বলে মনে করেন তিনি। আমাদের অধ্যবসায়, ধৈর্য ও বিশ্বাস থাকলে এই সংকট আমরা কাটিয়ে উঠতে পারব।

মান্না সতর্ক করে বলেন, অস্থির হয়ে কিছু করতে গেলে বড় ধরনের বিপর্যয় হতে পারে। আজকে যদি দুই-তিনটা দল বলে জুলাই সনদ ছাড়া ভোট হবে না, আর কেউ বলে আমি এর মধ্যে নেই, তখন কি হবে? সরকার কোথায় পাবেন? অনেকে প্রশ্ন করছেন আবার ওয়ান-ইলেভেন হবে কিনা। আমি বলতে পারি না। অনিশ্চয়তার মধ্যে আছি। তাই সবার মাথা ঠান্ডা রাখা জরুরি।

সভায় সভাপতিত্ব করেন সাবেক সচিব ও কূটনৈতিক আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন গণমুক্তি জোটের চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণশক্তি সভার সভাপতি সাংবাদিক সাদেক রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে ড. শাহরিয়ার ইফতেখার ফুয়াদ বলেন, রাজনৈতিক দলগুলোর উচিত জুলাই ঘোষণাপত্রে স্বাক্ষর করে জুলাই সনদ তৈরির প্রক্রিয়া শুরু করা। অন্তর্বর্তীকালীন সরকার যদি জুলাইযোদ্ধাদের আকাঙ্ক্ষা অনুযায়ী জুলাই সনদ তৈরি করতে ব্যর্থ হয়, তবে আমাদের আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদী তার বক্তব্যে বলেন, দেশে নতুন করে ট্যাগিংয়ের রাজনীতি শুরু হয়েছে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে মেরে রক্তাক্ত করলে মব হয় না, কিন্তু ছাত্ররা যদি নিষিদ্ধ রাজনৈতিক দলের নেতাদের ধরে পুলিশে দেয়, তখনই মব হয়ে যায়। এই দ্বিচারিতা যারা করছে তাদের চিহ্নিত করতে হবে।

সভাপতির বক্তব্যে আব্দুল্লাহ আল মামুন বলেন, জুলাইযোদ্ধারা যদি ফ্যাসিবাদকে দেশ থেকে বিতাড়িত করতে না পারত, তবে আমরা দুঃশাসন থেকে মুক্তি পেতাম না।

সভায় আরও বক্তব্য রাখেন কর্নেল হাসিবুর রহমান (অব.) বীরপ্রতীক, প্রফেসর ড. দেওয়ান সাজ্জাদ, নাগরিক নারী ঐক্যের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার, মেজর (অব.) জামাল হায়দার, ড. এ আর খান, ড. হুমায়ুন কবির, গণমুক্তি জোটের মহাসচিব আক্তার হোসেন, বাংলাদেশ জনতার পার্টির চেয়ারম্যান আব্দুল আহাদ নূর, বাংলাদেশ জনতা ফ্রন্টের চেয়ারম্যান আবু আহাদ আল মামুন, প্রাইম সিভিল সোসাইটির সাধারণ সম্পাদক মেহতাজ হোসেন, জাস্টিস পার্টির চেয়ারম্যান আবুল কাশেম মজুমদার এবং বিশিষ্ট গবেষক আলাউদ্দিন কামরুল প্রমুখ।

আমার বার্তা/এমই

তারেক রহমান ফিরলে ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে

দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। তিনি ফিরলে নির্বাচনী প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে বলে জানিয়েছেন

বদরুদ্দীন উমরের চলে যাওয়া জনমনে হতাশার সৃষ্টি করেছে: তারেক রহমান

দেশের প্রখ্যাত লেখক, গবেষক এবং বামধারার বুদ্ধিজীবী বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত

আন্তর্জাতিক সেল গঠন করেছে এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আন্তর্জাতিক সেল গঠন করা হয়েছে। দলের আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও

ফ্যাসিবাদের পুনরুত্থান না চাইলে ভালো রাজনীতি করতে হবে: সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আমরা যদি স্বৈরাচারী ব্যবস্থার পুনরুত্থান না চাই, তাহলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তাড়াইলে ধর্ষণে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা; ধর্ষক'কে পুলিশে সোপর্দ

শিপ বিল্ডিং আইন যুগোপযোগী করা হবে: উপদেষ্টা আদিলুর রহমান

৬ দিনে ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠালেন প্রবাসীরা

গণছুটিতে থাকা কর্মীরা ২৪ ঘণ্টার মধ্যে কাজে যোগ না দিলে ব্যবস্থা

তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিমানের সঙ্গে থাকবে বিদেশি কোম্পানি

বেআইনি সমাবেশ রোধে মনিটরিং ব্যবস্থা জোরদারের আহ্বান ড. ইউনূসের

ক্যালেন্ডার মেনে বিসিএস পরীক্ষা আয়োজনের নির্দেশ প্রধান উপদেষ্টার

তারেক রহমান ফিরলে ভোটের প্রচারের অর্ধেক কাজ হয়ে যাবে

চাঁদপুরে ৫০০ বেডের মেডিকেল কলেজের নির্মাণকাজ শিগগিরই শুরু

অবৈধ বাসস্ট্যান্ড সরানোর দাবিতে জবি শিক্ষক-শিক্ষার্থীদের পদযাত্রা

রাকসু নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করল ছাত্রদল

জুলাই সনদ প্রণয়ন করতে না পারায় দেশ এখনো নির্বাচনমুখী হতে পারেনি

আ.লীগের মিছিলের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে নির্দেশ

ঘুষ-দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত দুদকের উপপরিচালক মাহবুবুল আলম

নির্বাচনের সময় তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতের আহ্বান তথ্য উপদেষ্টার

প্রক্টরিয়াল বডির পদত্যাগ দাবিতে ফের উত্তাল চবি ক্যাম্পাস

চোখের সুরক্ষায় রোগ প্রতিরোধই সবচেয়ে উত্তম উপায় : চসিক মেয়র

সীমানা নিয়ে আন্দোলন করলে লাভ হবে না: ইসি আনোয়ারুল

ফেব্রুয়ারিতেই ভোট, কোনো শক্তি ঠেকাতে পারবে না: প্রেস সচিব

ঢাবি প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ প্রধান উপদেষ্টার