
অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
বুধবার (২১ জানুয়ারি) প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একইসঙ্গে গণভোটের মাধ্যমে দীর্ঘদিনের সংস্কার প্রক্রিয়া আইনি ভিত্তি পাবে। আমরা আশা করছি, সুষ্ঠু, সুন্দর ও নিরাপদ একটি নির্বাচন হবে। যদিও বিভিন্ন স্থানে সন্ত্রাসীরা আমাদের ও দলের কর্মীর ওপর হামলা করছে। আমরা রিটার্নিং কর্মকর্তাকে ব্যাপারটা জানিয়েছি, আশা করছি সামনে এ ধরনের ঘটনা যাতে না ঘটে এবং প্রার্থীদের নিরাপত্তা আরও জোরদার ও নিশ্চিত করা হোক।
নারীদের দিয়ে আগাম প্রচারণার অভিযোগের প্রশ্নে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ তথ্য পুরোপুরি অসত্য। তফসিল ঘোষণার পর সব প্রচারণা সামগ্রী আমরা অপসারণ করেছি। ইসির অপেক্ষা করিনি। অপপ্রচার চালিয়ে জামায়াতে ইসলামীসহ ১০ দলীয় ঐক্য বিনষ্টের চেষ্টা চালানো হচ্ছে। একটি বিশেষ দল থেকে আমাদের নারী ভোটারদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেওয়া হয়েছে। আশা করছি দ্বিতীয়বার যেন এমনটা না ঘটে।
আমার বার্তা/জেএইচ

