একটি ছোট নীল রঙের কার্ড যাতে নিজের নাম লেখা রয়েছে এটিই বদলে দিল ২৫ বছর বয়সি যুবক রিকো রাফিইজুয়ান এর ভাগ্য। মুহূর্তের মধ্যেই স্টেটলেস থেকে পরিণত হলেন সিঙ্গাপুরের পি আর (পার্মানেন্ট রেসিডেন্সি) প্রাপ্ত ব্যক্তিতে। মানবতার এই উজ্জ্বল দৃষ্টান্তের জন্য সকল মহলের প্রশংসায় ভাসছে সিংগাপুর ।
রাফিইজুয়ান বলেন, আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এটা হাতে পেয়েছি । আমি এটির দিকে তাকাই আর ভাবি, ওয়াও, এটা কি সত্যি ? আমি এই কার্ডটির জন্য গত ২৫ বছর ধরে অপেক্ষা করেছি, কান্না জড়িত কন্ঠে বলেন তিনি ।
সিঙ্গাপুরের ইমিগ্রেশন এন্ড চেকপোস্ট অথরিটি জানায় রাফিইজুয়ানের পিআর আবেদন গৃহীত হয়েছে । মেডিকেল চেকআপ এবং অন্যান্য সকল আনুষ্ঠানিকতার ভিতর দিয়ে তাকে যেতে হয়েছে । তিনি ২৫ নভেম্বর পিআর কার্ড গ্রহণ করেন ।
আমার বার্তা/এমই