মালদ্বীপে বাংলাদেশ ‘হাইকমিশন কাপ-২৪’ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে ৬-৭ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ক্লাব একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে তিলাপুসি একাদশ।
শুক্রবার (১৩ ডিসেম্বর) মালদ্বীপের বাণিজ্যিক শহর মালের লেগুনস ফুটসাল স্টেডিয়ামে আয়োজিত হয় ‘বাংলাদেশ হাইকমিশন কাপ-২৪’। এতে বিভিন্ন আইল্যান্ড থেকে আসা বাংলাদেশি প্রবাসীদের ১৬টি ফুটবল দল অংশগ্রহণ করে।
প্রবাসীদের দিবারাত্রির এ টুর্নামেন্টে ফাইনালে মুখোমুখি হয় তিলাপুসি একাদশ বনাম ফ্রেন্ডস ক্লাব একাদশ। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ২-২ গোলে সমতায় থাকলেও ট্রাইব্রেকারে গিয়ে ১ গোলের ব্যবধানে ফ্রেন্ডস ক্লাব একাদশকে ৬-৭ গোলে পরাজিত করে তিলাপুসি একাদশ শিরোপা অর্জন করে।
টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন তিলাপুসি একাদশ দলের মো. মহিউদ্দিন।
টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. সোহেল পারভেজ। রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অস্ট্রেলিয়ান হাইকমিশনার এন্ড্রু হোডগেজ। সেরা খেলোয়াড়দের পুরস্কার তুলে দেন শ্রীলঙ্কান হাইকমিশনার মো. ডক্টর আমানউল্লাহ এবং গ্লোবাল রিচ গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান সিআইপি মো. সোহেল রানা।
এসময় উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ঢাকা ট্রেডার্সের কর্ণধার বাবুল হোসেন, চক্ষু বিশেষজ্ঞ ডা. মুক্তার আলী লস্কর, এনবিএল মানি ট্রান্সফার লিমিটেডের লোকাল ডিরেক্টর হান্নান খান কবির ও মাসুদুর রহমান, ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফারের মার্কেটিং ম্যানেজার এম তানভীর হোসেন, মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন, মোহাম্মদ আলমগীর মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রবিউল আলম, প্রচার সম্পাদক মো. খলিলুর রহমান, বাংলাদেশ হাইকমিশন ক্রিকেট টিমের অধিনায়ক মো. কাউসার আহমেদ প্রমুখ।
পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে ভারপ্রাপ্ত হাইকমিশনার উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। সেইসঙ্গে এত সুন্দর ও মনোরম পরিবেশে খেলা উপভোগ করতে আসা প্রবাসী বাংলাদেশিদের বিজয় দিবসের শুভেচ্ছাও জানান তিনি।
আমার বার্তা/এমই