বিপিএলের আমেজ শেষ হতে না হতেই মাঠে নামছে বাংলাদেশ। টি-টোয়েন্টি দিয়ে শুরু হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠের এই সিরিজ। প্রথম ম্যাচে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জাকের আলির।
ওই ধারা ধরে রাখার লড়াইয়ে সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে নতুন অধিনায়ক নাজমুল শান্তর দল। নতুন যাত্রায় টস জিতে বোলিং নিয়েছেন অধিনায়ক শান্ত।
শীতের মৃদু প্রভাব থাকায় সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচে দ্বিতীয় ইনিংসে শিশিরের প্রভাব থাকবে। যে কারণে শুরুতে বোলিং করা দলের বাড়তি কিছুটা সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: আভিস্কা ফার্নান্দো, কুশল মেন্ডিস, সাদেরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, চারিথা আশালঙ্কা, অ্যাঞ্জেল ম্যাথুস, দাশুন শানাকা, মহেশ থিকসানা, আকিলা ধনাঞ্জয়া, বিনোরা ফার্নান্দো, মাথিসা পাথিরানা।
আমার বার্তা/এমই