ই-পেপার রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয়

আমার বার্তা অনলাইন
২২ ডিসেম্বর ২০২৪, ১০:১১

ব্যক্তিগত ইতিহাসের সবচেয়ে বাজে সময়ে আগেই পা দিয়েছিলেন পেপ গার্দিওলা। এমনকি টানা চার মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটিও সাম্প্রতিক কালের সবচেয়ে করুণ অবস্থানে নেমে গেছে। তাদের হতাশার গল্প আরও দীর্ঘ করল অ্যাস্টন ভিলা। গতকাল (শনিবার) প্রতিপক্ষের মাঠে গিয়ে ২-১ গোলে হার নিয়ে ফিরেছে ইতিহাদের ক্লাবটি। এদিকে, গ্যাব্রিয়েল জেসুসের জোড়া গোলে আর্সেনাল ৫-১ গোলের বড় ব্যবধানে ক্রিস্টাল প্যালেসকে হারিয়েছে।

ম্যানসিটি ১ : ২ অ্যাস্টন ভিলা

ভিলা পার্কে এদিন বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণভাগে পুরোনো সিটিকে পাওয়া যায়নি। উল্টো কোনো গোল করতে না পারার বড় হতাশা নিয়েই তারা ফেরার শঙ্কায় ছিল। যোগ করা সময়ে ফিল ফোডেন এক গোল করে সিটির হয়ে ব্যবধান কমান। এর আগে ১৬ ও ৬৫ মিনিটে ভিলাকে দুই দফায় এগিয়ে দেন জন দুরান ও মর্গান রজার্স।

ম্যানসিটি ইনজুরিপ্রবণ দল নিয়ে চলতি মৌসুমের শুরু থেকেই ধুঁকছে, মাঝমাঠে তাদের দুর্বলতা স্পষ্ট টের পাওয়া গেছে গতকালও। ম্যাচের শুরুতেই টানা তিন কর্নারে তারা গোল খেতে খেতে ঠেকিয়ে দিয়েছেন গোলরক্ষক স্টিফেন ওর্তেগা। এভাবে প্রথম ১৬ মিনিটে একের পর আক্রমণে তটস্থ হয়েছে ম্যানসিটি। তখনই নিজেদের প্রথম সাফল্য পায় স্বাগতিক ভিলা। জুরি টিয়েলেমান্সের দারুণ এক পাস থেকে রজার্স এবং তার কাছ থেকে দুরান জোরালো শটে জাল খুঁজে নেন। বিরতির আগে সমতায় ফেরানোর কাছাকাছি গিয়েও ফিনিশিংয়ে ব্যর্থ সিটি।

দ্বিতীয়ার্ধে সিটি পজেশন হারানোর পাশাপাশি একই হতাশা আক্রমণেও দেখিয়েছে। ৬০ মিনিটে রজার্সের শট তার গোলবারে লেগে ফেরে। এর মিনিট পাঁচেক পরই আবার কোনাকুনি শটে সিটির বিপক্ষে লিড দ্বিগুণ করেন তরুণ এই ফরোয়ার্ড। নির্ধারিত সময় গড়িয়ে খেলা চলে অতিরিক্ত সময়ে, তৃতীয় মিনিটে ফোডেন ডি-বক্সে ঢুকে জোরালো শটে ব্যবধান কমালেও, আর নাটকীয় কিছু ঘটেনি।

এ নিয়ে সর্বশেষ ১২ ম্যাচের নয়টিতেই হারল সিটি। জয় একটি এবং বাকি দুটি ড্র হয়েছে। একইসঙ্গে ভিলার মাঠে এ নিয়ে টানা তিনটি লিগ ম্যাচে জিততে ব্যর্থ হলো গার্দিওলার শিষ্যরা। ইপিএলের টেবিলে ২৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে সিটি। অন্যদিকে ২৮ পয়েন্ট নিয়ে ভিলা পাঁচে উঠে গেছে।

আর্সেনাল ৫ : ১ ক্রিস্টাল প্যালেস

প্যালেসের মাঠেও ছন্দময় ব্রাজিল ফরোয়ার্ড জেসুসের দেখা মিলেছে। আগের ম্যাচেই কারবাও কাপে তিনি হ্যাটট্রিক করেছিলেন, এবার গানারদের হয়ে করলেন দুই গোল। এ ছাড়া কাই হাভার্টজ, গাব্রিয়েল মার্টিনেল্লি ও ডেকলান রাইসের গোলে মিকেল আর্তেতার দল বড় জয় পেয়েছে। স্বাগতিক প্যালেসের হয়ে এক গোল করে ব্যবধান কমান ইসমাইলা সার।

এদিন ম্যাচের ষষ্ঠ মিনিটেই প্যালেস বল ক্লিয়ার করতে ব্যর্থ হলে সেটি কাজে লাগিয়ে বল জালে পাঠান জেসুস। চতুর্দশ মিনিটে আরেকটি গোল করেন এই ব্রাজিল ফরোয়ার্ড। অথচ এর আগে প্রায় এক বছর তিনি প্রিমিয়ার লিগে কোনো গোলই পাচ্ছিলেন না। জেসুসের জোড়া গোলের মাঝেই অবশ্য একটি গোল করে সমতা ফিরিয়েছিলেন প্যালেসের ইসমাইলা। এরপর প্রথমার্ধের শেষদিকে হাভার্টস এবং দ্বিতীয়ার্ধে মার্টিনেল্লি ও রাইস আরও দুই গোল করে গানারদের বড় জয় নিশ্চিত করেন।

১৭ ম্যাচে ৯ জয় ও ৬ ড্রয়ে ৩৩ পয়েন্ট পাওয়া আর্সেনালের অবস্থান তৃতীয়। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে ১ পয়েন্ট বেশি নিয়ে দুইয়ে চেলসি। ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে লিভারপুল।

হামজায় দেশের ফুটবলের সুদিন ফিরবে, আশা ক্রীড়া উপদেষ্টার

ইংলিশ প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীকে দেখা যাবে এবার বাংলাদেশের জার্সিতে। হামজাকে বাংলাদেশের হয়ে খেলার

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

ভারতকে ফাইনালে হারিয়ে কিছুদিন আগে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের শিরোপা জিতেছিল বাংলাদেশের ছেলেরা। মেয়েদের অনূর্ধ্ব-১৯

দেড়বছর পর ঘরের মাঠে বার্সার হার, হারাল শীর্ষস্থানও

বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ অনেকদিন ধরেই শীর্ষস্থানে যাওয়া নিয়ে ইঁদুর-বিড়াল দৌড় খেলা খেলছে। যদিও রিয়াল

সাকিব ও তামিমের চ্যাম্পিয়নস ট্রফি খেলা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

আর মাত্র ২ মাস পর পাকিস্তানের মাটিতে পর্দা উঠবে চ্যাম্পিয়নস ট্রফির। এর মধ্যে বাংলাদেশের ক্রিকেটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রজ্ঞাপন ছাড়া শাহবাগ মোড় ছাড়বেন না চিকিৎসকরা

তুরস্কে হাসপাতালের ওপর ভেঙে পড়লো হেলিকপ্টার, নিহত ৪

নাটোরে শ্মশানের ঘটনায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করেছে পিটিআই

ফের বনানীর সড়ক অবরোধ করল প্রাইম এশিয়ার শিক্ষার্থীরা

পারভিন আক্তার বিনার এপি বিজয় অ্যাওয়ার্ড অর্জন

গাজীপুরে বোতাম কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

আ.লীগ সরকারের প্রেস উইংয়ের কাজই ছিল নিউজ বন্ধ করা: প্রেস সচিব

ভাতা বাড়ানোর দাবিতে ট্রেইনি চিকিৎসকদের শাহবাগ অবরোধ

শিক্ষক নিয়োগে অনিয়ম বিশ্ববিদ্যালয়গুলোকে পঙ্গু করে ফেলছে

২০২৫-এ নির্বাচন: বিএনপি ও সমমনাদের সঙ্গে সায় জামায়াতেরও

স্বার্থান্বেষী গোষ্ঠী মিডিয়া পরিচালিত করছে বলে স্বাধীন গণমাধ্যম গড়ে উঠছে না

বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে

ইজতেমায় সাদপন্থিদের হামলার নিন্দা ও বিচার দাবি

কুমিল্লা সমিতি ঢাকা’র সভাপতি মাহবুব-সম্পাদক এমরানুল

হাসান আরিফের মৃত্যুতে সোমবার রাষ্ট্রীয় শোক

গাজায় স্কুল ও হাসপাতালে ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৮

নীরব এনজিও, শীতবস্ত্রের অভাবে কষ্টে অসচ্ছল রোহিঙ্গারা

রাজধানীতে চাচার বাসায় ঝুলছিল ভাতিজার মরদেহ, পরিবারের দাবি হত্যা

প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে ইনকিলাব মঞ্চের পদযাত্রা

এনআইডির তথ্য বেহাত, বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করলো ইসি