ই-পেপার মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

আমার বার্তা অনলাইন:
০৪ নভেম্বর ২০২৫, ১৭:১১

বাংলাদেশের আরচ্যারির পথচলা খুব বেশি দিনের নয়। স্বল্প সময়ের মধ্যে এই খেলা আন্তর্জাতিক অঙ্গনে বেশ সফলতা বয়ে আনছে। টোকিও এবং প্যারিস অলিম্পিকে বাংলাদেশের দুই আরচ্যার রোমান সানা ও সাগর ইসলাম সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছেন। এরপরও ঢাকায় অনুষ্ঠিতব্য এশিয়ান আরচ্যারি নিয়ে ফেডারেশন কর্মকর্তারা খানিকটা সতর্ক।

বাংলাদেশের আরচ্যারি ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তিনি পদকের সম্ভাবনা নিয়ে বলেন,‘অবশ্যই আমরা পদকের আশা করি। তবে কোনো ঘোষণা দেব না। এটা মনসংযোগের খেলা, ফলে যে কোনো কিছুই ঘটতে পারে। আমাদের প্রস্তুতি ভালো, আমরা আশাবাদী। গত আসরে আমরা রৌপ্য পেয়েছিলাম। এবারও ভালো কিছু আশা করছি।’

৮-১৪ নভেম্বর ঢাকায় এশিয়ার ৩০ দেশ নিয়ে অনুষ্ঠিত হবে ২৪ তম এশিয়ান আরচ্যারির আসর। ২০১৭ সাল থেকে আরচ্যারিতে পৃষ্ঠপোষকতা করে আসা তীর গ্রুপই এই টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক। রাজনৈতিক বৈরীতায় ভারতের ক্রিকেট ও নারী অ-২০ দল বাংলাদেশে আসেনি। তবে আরচ্যারিতে তারা আসছেন। কোরিয়া, চীন ও ইরানের মতো শক্তিশালী দেশের পাশাপাশি ফিলিস্তিন ও সিরিয়ার মতো যুদ্ধবিব্ধস্ত দেশের আরচ্যাররাও আসছেন বাংলাদেশে।

এ নিয়ে এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের সাংগঠনিক কমিটির চেয়ারম্যান বলেন,‘এখন পর্যন্ত সব মিলিয়ে দুই শতাধিকের বেশি আরচ্যার নিবন্ধন করেছেন। আমরা আগামীকাল পর্যন্ত রেজিস্ট্রেশন গ্রহণ করব। এরপর আর আরচ্যার-কর্মকর্তা সংযোজন-বিয়োজন করা সম্ভব হবে না। ফিলিস্তিন ও সিরিয়ার আরচ্যারদের আমরা প্রয়োজনীয় সহায়তাও করছি। নারী-পুরুষ উভয় বিভাগে অনেক অলিম্পিয়ান আরচ্যার আসছেন।’

বাংলাদেশের আরচ্যারির দূতই ছিলেন মূলত রোমান সানা। আর্থিক অনিশ্চয়তায় তিনি স্ত্রী দিয়া সিদ্দিকীসহ আমেরিকা পাড়ি জমিয়েছেন। এশিয়ান আরচ্যারি আয়োজন ফেডারেশনের সাংগঠনিক দক্ষতার বহিঃপ্রকাশ হলেও আরচ্যারদের আর্থিক সক্ষমতা তেমন বাড়েনি। এ নিয়ে ফেডারেশনের বর্তমান সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বলেন,‘আরচ্যারি দলে থাকা প্রায় সবাই কোনো না কোনো দলের সঙ্গে সম্পৃক্ত। সেখান থেকে তারা চাকরিসূত্রে অর্থ পান। এরপরও আমরা ফেডারেশন তাদের সম্মানী দিয়ে থাকি।’

আরচ্যারি ফেডারেশন অন্য কয়েকটি ফেডারেশনের তুলনায় খানিকটা স্বাবলম্বী। আরচ্যাররা বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনেন। এর বিপরীতে ফেডারেশনের আনুষ্ঠানিক আর্থিক পুরস্কার তেমন থাকে না। টুর্নামেন্ট/গেমস ভেদে আর্থিক পুরস্কারের নীতিমালা নিয়ে প্রশ্ন হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

৩০ দেশ নিয়ে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৮-১৪ নভেম্বর এশিয়ান আরচ্যারি অনুষ্ঠিত হবে। জাতীয় ক্রীড়া পরিষদ ৬ মাস আগে স্টেডিয়াম বরাদ্দ দিয়েছিল। ১৩ নভেম্বর বাংলাদেশ-নেপাল ম্যাচের জন্য এখন আরচ্যারিকে পদকের ম্যাচগুলো ১৩-১৪ নভেম্বর আর্মি স্টেডিয়ামে আয়োজন করতে হচ্ছে। ফেডারেশনের সভাপতি মোখলেসুর রহমান জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমানে পরিকল্পনা কমিশনের সদস্য। ভেন্যু সংকট ও সমন্বয়হীনতা নিয়ে বলেন, ‘এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। আর মন্তব্য করে নেগেটিভিটি ছড়াতে চাই না। আমি সাধারণ সম্পাদককে আগামীতে এজন্য আরো বেশি সমন্বয় করার নির্দেশনা দিয়েছি।’

এশিয়ান আরচ্যারির পাশাাপশি ঢাকায় এশিয়ান আরচ্যারির কংগ্রেস অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বরের কংগ্রেসে সভাপতি প্রার্থী বাংলাদেশের কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল। তার প্রতিদ্বন্দ্বী বর্তমান সভাপতি কোরিয়ার হুন্দাই মটর গ্রুপের সিইও ইউসুন চুং। সামাজিক ও আর্থিক ক্ষমতাসম্পন্ন প্রার্থীকে হারানোর আশাবাদ বাংলাদেশের বিশিষ্ট সংগঠক চপলের, ‘আমি আরচ্যারি নিয়ে দীর্ঘদিন কাজ করছি। আমরা সঙ্গে এশিয়ার অনেক দেশেরই সুসম্পর্ক রয়েছে। আপনাদের দোয়া থাকলে ইনশাআল্লাহ ইতিবাচক কিছুই হবে।’

কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল এশিয়ান আরচ্যারির প্রথম সহ-সভাপতি পদে দুই মেয়াদে কাজ করছেন। বাংলাদেশ ছাড়াও এশিয়ার অন্য দেশের আরচ্যারি উন্নয়নে তার ভূমিকা রয়েছে। এশিয়ার কয়েকটি দেশে তিনি আরচ্যারির উপদেষ্টা হিসেবেও কাজ করছেন।

আমার বার্তা/এমই

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি

আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার ওই সিরিজের জন্য ১৪ জনের

দেশে রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান তারেক রহমান: আমিনুল হক

গত দেড় দশক ধরে দেশের ক্রীড়াঙ্গন দখল করে রেখেছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা। তবে

আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার

‘দায়মুক্ত হলো ক্রিকেট বোর্ড’— কী বোঝাতে চাইলেন রুবেল

সাম্প্রতিক সময় ধরে ব্যাটিংয়ে ধারাবাহিক ব্যর্থতার পর জাতীয় দলে নতুন পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আয়ারল্যান্ড সিরিজের দল ঘোষণা করল বিসিবি

দেশে রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান তারেক রহমান: আমিনুল হক

তিন দলকে প্রতীক বরাদ্দ, শাপলা কলি পেল এনসিপি

শাহজালাল বিমানবন্দরের ভল্ট ভেঙে অস্ত্র চুরির অভিযোগ তদন্তাধীন

বিনার গবেষণায় ২২ ফসলের ১৩৭ জাত উদ্ভাবন, পেনশন দাবি

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ৩৭ বন্দিকে মুক্তি দিচ্ছে সরকার

ছাত্রলীগের ৩৮৫ জনের তালিকা প্রকাশ করলো ঢাকা বিশ্ববিদ্যালয়

দুবলার চরে রাস পূর্ণিমা পুজা ঘিরে কোস্ট গার্ডের নিরাপত্তা জোরদার

অস্থিতিশীল পেঁয়াজের বাজার, কেজিপ্রতি দাম ছাড়াল ১০০ টাকা

নাচোলের ইউএনওর বাবা-মা নিশ্চিত হতে ডিএনএ টেস্টের সিদ্ধান্ত দুদকের

তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত

রোহিঙ্গা নারীদের ৯৭ শতাংশই শিক্ষার বাইরে, বৈশ্বিক প্রতিনিধিদলের উদ্বেগ

বাংলাদেশ-মার্কিন বস্ত্রখাতে সহযোগিতা বৃদ্ধিতে বিজিএমইএ ও মার্কিন প্রতিনিধিদলের বৈঠক

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপনের নতুন তালিকা প্রকাশ

কপে মন্ত্রণালয়ের সমন্বিত অংশগ্রহণের মাধ্যমে প্রতিনিধিত্ব বাড়াতে হবে

মাদারীপুর-১ আসনে মনোনয়ন স্থগিত করলো বিএনপি

নিবন্ধন না পেয়ে আমরণ অনশনে আমজনতার তারেক

আকবর আলীর নেতৃত্বে বাংলাদেশের এশিয়া কাপের দল ঘোষণা

দেশে ডেঙ্গুজ্বরে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১০১ জন

দক্ষিণ এশীয় দেশগুলোকে একযোগে কাজ করার আহ্বান পরিবেশ উপদেষ্টার