
গত দেড় দশক ধরে দেশের ক্রীড়াঙ্গন দখল করে রেখেছিল আওয়ামী লীগ সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিরা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ক্রীড়াঙ্গনকে রাজনীতি ও দলীয় ভারমুক্ত রাখতে চান বলে জানিয়েছেন ঢাকা-১৬ আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়া আমিনুল হক।
মঙ্গলবার (৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের যাত্রা শুরুর দিনে এই কথা বলেন তিনি।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য সাবেক ও বর্তমান ক্রীড়াবিদদের সঙ্গে নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল। এই দলের পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন আমিনুল হক।
এ সময় তিনি বলেন, আজ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের যাত্রা শুরু হচ্ছে, তাই সংগঠনের সকল সদস্যদের সঙ্গে পরিচয় হওয়ার দিন। ইতোমধ্যে সংগঠনের আহ্বায়কের সঙ্গে পরিচয় হয়েছেন সবাই। ক্রীড়াঙ্গনের এই দীর্ঘ পথ চলায় আমার সঙ্গে অনেকেই পরিচয় রয়েছে। যারা স্বৈরাচার সরকারের আমলে নির্যাতিত-নিপীড়িত হওয়ার পরও ক্রীড়াঙ্গনের উন্নয়নের জন্য কথা বলেছেন তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানায়।
আমিনুল বলেন, আপনাদের জানাতে চায়, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ক্রীড়াঙ্গনকে রাজনীতি ও দলীয় ভারমুক্ত ক্রীড়াঙ্গন হিসেবে দেখতে চান। এটাই বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দলের মূল লক্ষ্য। তাই দলের সকল সদস্যদের বলতে চায়, আপনাদের প্রধান কাজ হবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে নিয়ে কাজ করা।
তিনি আরও বলেন, আমি আহ্বায়ক সদস্য সচিবকে একই কথা বলেছি। আপনারা দেশের মানুষের সকল অধিকারের জন্য কথা বলবেন। কিন্তু প্রধান কাজ হলো দেশের জেলা ও উপজেলার খেলোয়াড়দের অধিকার ও সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে।
এর আগে সকাল ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদলের নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সকল সদস্যদের নিয়ে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান আমিনুল হক।
এরপর রাজধানীর একটি হোটেলে পরিচয় সভায় আহ্বায়ক হিসেবে রিয়াজ মোর্শেদ ও সদস্য সচিব মো. জাহেদ পারভেজ চৌধুরীকে পরিচয় করিয়ে দেন তিনি।
আমার বার্তা/এমই

