রোজার শেষে পূণ্য স্নানে এল খুশির ঈদ,
ঈদ মোবারক লহো সালাম ভাঙো মধুর নিদ।
ঈদগাহে ভীড় জমেছে আবাল, বৃদ্ধ, নওজোয়ান,
আরাবিয়ান রুপ-সুরতে ছোট্ট শিশুর কুসুম প্রাণ।
ধনী-গরীব, বাদশাহ-আমিরে এক জামাতে ছাত্র ভাই,
কৃষক, শ্রমিক, প্রবাসীর কন্ঠে সম্প্রীতির গান গাই।
ফিরনি, সেমাই গোস্ত রুটির দাওয়াত দিলাম সবে,
মানবতায় মায়ার বন্ধন চিরদিনই রবে।
কাছে দূরে যে আছ আপন, কে আছ বিশ্বে মুসলেমিন,
ঈদের সুখে ভরিয়া উঠুক তোমার জীবন নিশিদিন।
ঈদ মোবারক সবার ঘরে ভাঙল দুখের নিশানা,
আনল তুষ্টি, স্মৃতি সৌরভ ধরায় রহম, ছাকিনা।
সাগর পাহাড় গুলবাগিচায় ঈদ মোবারক ঈদ,
নূরের স্রোতে তারা ঝলমল মুসলমানের হৃদ।
©খাইরুল ইসলাম,সাবেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।