পঞ্চগড়ে সূর্যের দেখা মিললেও শীত সঙ্গ ছাড়েনি উত্তরাঞ্চলবাসীর। জেলাটিতে তাপমাত্রা বাড়ার একদিন পরই আবারও তা কমে এসেছে। রোববার (২৪ ডিসেম্বর) সকাল নয়টার দিকে ১১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ইত্তেফাককে বিষয়টি নিশ্চিত করেছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার তথ্যানুযায়ী শনিবার ১৩ ডিগ্রি, শুক্রবার ৯ দশমিক ৬ ডিগ্রি, বৃহস্পতিবার ৯ দশমিক ৬, বুধবার ১০ দশমিক ১, মঙ্গলবার ৯ দশমিক ৫, সোমবার ৯ দশমিক ৭, রোববার ১০ এবং শনিবার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে, যা ছিল দেশের সর্বনিম্ন তাপমাত্রা।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার তাপমাত্রা বেড়ে যাওয়ায় শীত কম ছিল। আজ রোববার তাপমাত্রা কমেছে। তাই সকাল থেকেই কনকনে শীত অনুভব হচ্ছে। উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বিকেলে ঠাণ্ডা আবহাওয়া বইতে থাকে। যা শীতের মাত্রা বাড়িয়ে তোলে। সন্ধ্যার পর শীতের মাত্রা আরও বাড়তে শুরু করে। রাত বাড়ার সঙ্গে সঙ্গে শীতও সমানতালে বাড়তে থাকে।
ঘন কুয়াশার কারণে নৌ-দুর্ঘটনা এড়াতে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ভোররাত চারটা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আলীম দাইয়্যান।
তিনি বলেন, ‘হঠাৎ মধ্যরাতের পর পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে ভোর চারটা থেকে এই নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশা কেটে গেলে আবারও ফেরি চলাচল স্বাভাবিক হবে।’
৩ বিভাগে বৃষ্টির আভাস
ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি এলাকায় হালকা বা গুড়িগুড়ি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া দেশের অন্যান্য এলাকায় শুষ্ক আবহাওয়া থাকার কথাও বলা হয়েছে।
গতকাল শনিবার দেওয়া পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। এছাড়া দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশারও সম্ভাবনা থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পাশাপাশি দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
বাড়ছে শীত, বাড়ছে রোগব্যাধি
শীতের কারণে বাড়তে শুরু করেছে বিভিন্ন শীতজনিত রোগব্যাধি। এরই মধ্যে জেলা ও উপজেলার হাসপাতালগুলোতে আউটডোরে ঠাণ্ডাজনিত রোগী বাড়তে শুরু করেছে। চিকিৎসার পাশাপাশি শীতজনিত রোগ থেকে নিরাময় থাকতে বিভিন্ন পরামর্শ দিয়ে যাচ্ছেন চিকিৎসকরা।
আমার বার্তা/জেএইচ