ই-পেপার রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

শিক্ষা ও গবেষণায় দেশে তৃতীয় জাবি

জাবি প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর ২০২৩, ১৭:০৫

যুক্তরাজ্যভিত্তিক টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) ম্যাগাজিন শিক্ষা ও গবেষণার উপর ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৪’-এর তালিকা প্রকাশ করেছে। বিশ্বের অন্যতম জনপ্রিয় এ তালিকায় বাংলাদেশের ৯টি বিশ্ববিদ্যালয় জায়গা করে নিয়েছে। এই তালিকা অনুসারে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)।

দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তালিকায় প্রথমে রয়েছে বেসরকারি ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় অবস্থানে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), তৃতীয় অবস্থানে রয়েছে দেশের একমাত্র আবাসিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এবং চতুর্থ অবস্থানে রয়েছে বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় (এনএসইউ)। এসবগুলো বিশ্ববিদ্যালয় টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং এ ৮০১-১০০০ এর মধ্যে রয়েছে।

এছাড়া, ১০০১-১২০০ এর মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় (রুয়েট)। তালিকায় ১২০১-১৫০০ এর মধ্যে রয়েছে দেশের দুটি বিশ্ববিদ্যালয় যথাক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।

এই র‌্যাঙ্কিং অনুসারে, ২০২৪ সালে বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয় হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)।

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ ১৩-১৮টি সূচকের ওপর ভিত্তি করে বিশ্বের ১০৪টি দেশের ১ হাজার ৯০৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এবারের র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী 'টাইমস হায়ার এডুকেশন'।

এই সাময়িকীর র‍্যাংকিং অনুসারে শিক্ষা ও গবেষণায় দেশের বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে তৃতীয় অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এ সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি (আইআইটি) বিভাগের সভাপতি অধ্যাপক শামীম কায়সার বলেন, দেশের মধ্যে আমাদের বিশ্ববিদ্যালয়ের অবস্থান দেখে উৎসাহ পেলাম। সামনে আরো ভালো অবস্থানে যাবে বলে আশা করছি।

টাইমস হায়ার এডুকেশন র‍্যাংকিং পদ্ধতি সম্পর্কে তিনি বলেন, বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০০ নাম্বারের উপর ভিত্তি করে এই র‍্যাংকিং করা হয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং ফ্যাকাল্টির জন্য আলাদা ১৫ নম্বর করে মোট ৩০ নম্বর দেয়া হয়। যেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ০ পেয়েছে। তা না হলে র‍্যাংকিং এ আরো এগিয়ে থাকতো। ঢাকা বিশ্ববিদ্যালয় আমাদের চেয়ে এই ক্ষেত্রে অনেক এগিয়ে।

ইন্সটিটিউট অব ইনফরমেশন টেকনোলজি বিভাগের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে আন্তর্জাতিক ফ্যাকাল্টি নিয়োগের একটি নীতিমালা এবং ২০ জন পার-টাইম বিদেশী অধ্যাপকের নামের শর্ট-লিস্ট বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি গুরুত্বসহকারে নিয়েছেন এবং একাডেমিক কাউন্সিলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে বলে তিনি জানান।

বিদেশী শিক্ষক-শিক্ষার্থীদের সংখ্যা বাড়ানোর বিষয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মোস্তফা ফিরোজ বলেন, বিদেশি শিক্ষার্থী আনতে গেলে তাদের থাকার জন্য আলাদা ডরমিটরি নির্মাণ এবং আন্তর্জাতিক ফ্যাকাল্টি মেম্বার নিয়োগ দিতে হবে। তাদের থাকার জন্য ডরমিটরি নির্মাণ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরো বলেন, বর্তমান উপাচার্য বিশ্ববিদ্যালয়ের মান উন্নয়নের জন্য বিদেশি শিক্ষক-শিক্ষার্থী নিয়ে আসার জন্য সচেতন রয়েছে। পার-টাইম বিদেশী ফ্যাকাল্টি নিয়োগের বিষয়ে আমরা একটি অধ্যাদেশ তৈরির প্রায় শেষ পর্যায়ে রয়েছি। আশা করছি, ভবিষ্যতে আমরা বিশ্ব র‍্যাংকিং-এ আরো ভালো অবস্থানে যাব।

বিভিন্ন বিভাগে সেশনজট সম্পর্কে তিনি আরো বলেন, আমরা সেশনজট কমিয়ে আনার চেষ্টা করছি। পরীক্ষা শেষ হওয়ার ৭৫ দিনের মধ্যে ফলাফল দেয়ার নিয়ম রয়েছে। এটি বাস্তবায়ন করার কাজ ইতিমধ্যে শুরু করেছি। আগামী ৩ মাস পর আর কোন সেশনজ্যাম থাকবে না বলে নিশ্চিত করেন।

এবি/জেডআর

সহপাঠী নিহতের ঘটনায় সর্বোচ্চ শাস্তিসহ ৫ দফা দাবি বুয়েট শিক্ষার্থীদের

কেরানীগঞ্জে মদ্যপ চালকের প্রাইভেট কারের ধাক্কায় সহপাঠীকে হারিয়ে আজও প্রতিবাদমুখর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা।

জাবিতে কমেছে হাঁস জাতীয় পরিযায়ী পাখি বৈচিত্র্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ছোট-বড় মিলিয়ে ২৬টি জলাশয় রয়েছে। এবছরের নভেম্বরের মাঝামাঝি সময় থেকে ক্যাম্পাসের গাছগাছালি

শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ঋণ স্বীকার করতে হবে: ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, শহীদ বুদ্ধিজীবীদের প্রাণের বিনিময়ে এই দেশ।

ঢাবিতে স্টিকারযুক্ত গাড়ি-জরুরি সেবা ব্যতীত যানবাহন প্রবেশ নিষেধ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের ভেতরে যান চলাচল সীমিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ বাংলাদেশের

দেড়বছর পর ঘরের মাঠে বার্সার হার, হারাল শীর্ষস্থানও

বেনাপোলে ভারতগামী যাত্রীর টাকা ছিনতাই করে তিন দালাল গ্রেপ্তার

গাজা যুদ্ধবিরতির আলোচনা ৯০ শতাংশ সম্পন্ন

নরসিংদীতে ছাত্রদলকর্মীকে গুলি করে হত্যা

ইয়েমেনে এবার মার্কিন বাহিনীর অতর্কিত হামলা

শ্রীপুরে সিলিন্ডারের লিকেজ থেকে আগুন: দগ্ধ মায়ের মৃত্যু

ইমরানের দলের সঙ্গে সংলাপে রাজি নওয়াজ শরিফ

১২ ম্যাচে নবম হার ম্যানসিটির, আর্সেনালের বড় জয়

দেশ কোনো দলের কাছে ইজারা দেওয়া হয়নি: ধর্ম উপদেষ্টা

দিল্লির বায়ু বিপজ্জনক, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

বাংলাদেশে ইসলামি চরমপন্থার জায়গা হবে না ড. ইউনূস

৬ মাসে বন্ধ ১০০ পোশাক কারখানা , বেকার ৫০ হাজার শ্রমিক: বিজিএমইএ

মুন্সিগঞ্জে এক্সপ্রেসওয়েতে ৪ দুর্ঘটনা, ১০ গাড়ির সংঘর্ষ, নিহত ১

চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে: হাসনাত

ব্রাজিলে ভয়াবহ দুর্ঘটনা, বাস-ট্রাক ধাক্কা নিহত ৩৮

পঞ্চগড়ে ফের তাপমাত্রার পারদ নামল ৯ ডিগ্রির ঘরে

২২ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

কমলনগরে জামায়াতের লরেন্স ইউনিয়ন কর্মী সম্মেলন

ব্রাহ্মণপাড়ায় ট্রাক্টরের চাপায় কলেজ ছাত্রের মৃত্যু আহত ২