ই-পেপার শনিবার, ১৭ মে ২০২৫, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউএসসির রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত

জাবি প্রতিনিধি:
১৭ মে ২০২৫, ১৮:২৭

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সায়েন্স ক্লাব (জেইউএসসি) আয়োজনে "JUSC Research Workshop 2025” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ মে) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে এ কর্মশাল অনুষ্ঠিত হয়। এ সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ৭০জন শিক্ষার্থী অংশগ্রহন করে।

কর্মশালায় গবেষণার ধারণা তৈরি থেকে শুরু করে তা বাস্তবায়ন ও প্রকাশনার নানা দিক নিয়ে বিশদ আলোচনা করা হয়। কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও খ্যাতনামা বিজ্ঞানী অধ্যাপক এনামুল হক "Mastering Manuscript Writing- Ethics, Structure & Publication" বিষয়ে আলোচন করেন। ২০২৩ ও ২০২৪ সালে যুক্তরাষ্ট্রের বিশ্ববিখ্যাত স্ট্যানফোর্ডর বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রাকাশিত শীর্ষ ২শতাংশ বিজ্ঞানীর তালিকায় স্থান পেয়েছিলেন তিনি। গবেষণাকর্মের স্বীকৃতি স্বরূপ তিনি বিএএস গোল্ড মেডেল (২০২৩) এ ভূষিত হয়েছেন।

দ্বিতীয় সেশনে "Idea, Iteration, Impact: A Researcher's Reflection" বিষয়ে আলোচনা করেন বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের সহযোগী-অধ্যাপক নাদিম শরীফ। তিনি ভাইরোলজি, বায়োইনফরমেটিক্স ও গাট মাইক্রোবায়োম নিয়ে কাজ করেন। তিনি The Lancet এবং Scientific Reports এর রিভিউয়ার হিসেবে কাজ করেছেন।

এর আগে জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. সৌরভ। তিনি বলেন, "জাবি সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রসার ও বিজ্ঞানমনস্ক জাতি গঠনের লক্ষ্যে দুই দশকের বেশি সময় ধরে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতের গবেষক তৈরিতে জাবি সায়েন্স ক্লাবের এ ক্ষুদ্র প্রয়াস।"

রিসার্চ ওয়ার্কশপের কনভেনর তানভীর মাজহার বলেন, "বিজ্ঞানভিত্তিক গবেষণার ক্ষেত্র প্রচার,প্রসারের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে গবেষণাপত্র প্রকাশে আগ্ৰহী করে বিজ্ঞানমনস্ক হিসাবে গড়ে তোলার লক্ষ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব প্রতি বছরের ন্যায় এবারও JUSC Scientific Research Workshop আয়োজন করেছে। এই ধরণের Workshop এ অংশগ্রহণ করার মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক গবেষণায় অনেক বেশি আগ্ৰহী হয় এবং গবেষক হিসাবে নিজের পেশাকে বাছাই করার টনিক হিসেবে কাজ করে।"

এ সময় ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার বলেন, "বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে দেশে গবেষক তৈরি করার জন্য। কিন্তু গবেষক তৈরি না হয়ে হচ্ছে অসংখ্য বিসিএস ক্যাডার। প্রয়োজনে বিসিএস ক্যাডার তৈরি করার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় করা যেতে পারে। গবেষণায় শিক্ষার্থীদের আগ্রহী করতে জাবি সায়েন্স ক্লাবের এ কার্যক্রমের প্রশংসা করেন। এ সময় তিনি সবাইকে গ্লোবাল লিডার হওয়ার পরামর্শ দেন।"

এ সময় ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক শফি মুহাম্মদ তারেক বলেন, "সায়েন্স ক্লাবকে ধন্যবাদ জানাই এমন ফ্রুটলেস কাজে এতো বিজ্ঞানপ্রেমী মানুষকে একত্রিত করতে পেরেছে। আমরা গবেষণা শখ থেকে করি। নতুন জ্ঞান সৃষ্টির তৃষ্ণা থেকে গবেষণা করলে মানব কল্যাণে কাজে লাগবে। আমাদের ছাত্রছাত্রীরা লেখা-লেখিতে দুর্বল। এজন্য মুখস্থ নির্ভর প্রাইমারি এডুকেশন সিস্টেমকে দায়ী করেন তিনি।

এরপর সার্টিফিকেট বিতরণ করা হয়। এ সময় ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ফজলুল করিম পাটুয়ারি বলেন, "শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে আমার ভালো লাগে। আমাদের শিক্ষার্থীরা যত বেশি গবেষণামুখী হবে এবং দেশে গবেষণার পর্যাপ্ত সুযোগ হবে তবেই দেশ এগিয়ে যাবে। জাবি সায়েন্স ক্লাবের এমন আয়োজনকে আমি স্বাগত জানাই।"

রিসার্চ ওয়ার্কশপের কনভেনরের দায়িত্ব পালন করছেন ক্লাবের হেড অব সায়েন্টিফিক রিসার্চ তানভীর মাজহার, কো-কনভেনরের দায়িত্ব পালন করছেন কো-হেড অব সায়েন্টিফিক রিসার্চ ইরফাতুল জান্নাত তানিয়া এবং হেড অব রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট সাইফুল ইসলাম।

আমার বার্তা/সৌরভ শুভ/এমই

আহত ৬ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চ টু যমুনা কর্মসূচিতে আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজখবর নিতে হাসপাতাল

জুলাইয়ের মতো গতকালের আন্দোলনও সফল করেছে জবি শিক্ষার্থীরা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেছেন, "জবির ইসলামিক স্টাডিজ বিভাগ ২৪-এর জুলাই

বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিক

তৃতীয় দিনের মতো কাকরাইলে চলছে জবির আন্দোলন

তিন দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনে করবেন না কেয়ামত পর্যন্ত অন্তর্বর্তী সরকার দেখতে চাইবো

গেজেট প্রকাশের ২০ দিন পরও শপথ পড়ানোর উদ্যোগ নেয়নি সরকার

ভোট নিয়ে সরকারের এত গড়িমসি কেন, প্রশ্ন রুহুল কবির রিজভীর

পদ্মা ব্যাংকে আমানত রেখে নিঃস্ব, ফেরতের দাবিতে ফুঁসছেন ভুক্তভোগীরা

মতিঝিলে ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

সেনানিবাসে নাশকতার পরিকল্পনা, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

৫ দাবিতে সোমবার থেকে মাঠে নামার হুঁশিয়ারি ৭ কলেজ শিক্ষার্থীদের

আহত ৬ শিক্ষার্থীকে দেখতে হাসপাতালে জবি উপাচার্য

মেঘনায় নদীতে ৩৪ ড্রাম চিংড়ির পোনাসহ আটক ২

শেষ বিকেলের নাটকীয়তায় বাংলাদেশের বড় ব্যবধানের হার

রৌমারী সীমান্তে বজ্রপাতে এক চোরাকারবারি মৃত্যু

আজ বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস

রাজবাড়ীতে মাত্র ১২০ টাকায় চাকরি পেয়েছেন ৮ জন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জেইউএসসির রিসার্চ ওয়ার্কশপ অনুষ্ঠিত

জুলাইয়ের মতো গতকালের আন্দোলনও সফল করেছে জবি শিক্ষার্থীরা

আখাউড়ায় বিয়ের ৮ দিনেই স্বামীকে হত্যা

২০২৫-২৬ অর্থবছরে এডিপির আকার ২ লাখ ৩০ হাজার কোটি টাকা

অনেক আত্মীয় সম্পর্ক ছিন্ন করেছে, সরকারি পদ ছাড়ার পর একা হয়ে যাব

গণঅভ্যুত্থানের অডিও-ভিডিও সংরক্ষণে কাজ করবে ফিল্ম আর্কাইভ

নির্বাচনের বিষয়ে ইসি চিন্তা করবে, এটি আমার দায়িত্ব না: এম সাখাওয়াত