জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম।
রোববার (৩১ আগস্ট) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনের নিচে জরুরি সংবাদ সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, ‘আমাদের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে চরিত্র হনন করা হচ্ছে। ঐক্যবদ্ধ জোট প্যানেলের প্রার্থীদের সাইবার বুলিং করা হচ্ছে।’
আমার বার্তা/এল/এমই