পরীক্ষার ফলাফলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহিদুল্লাহ কলা ভবনের তৃতীয় তলায় অবস্থিত সব একাডেমিক কক্ষ ও প্রশাসনিক কক্ষে তালা ঝুলিয়ে দেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি আদায়ে বিভিন্ন শ্লোগান দেন। এতে ক্লাস ও পরীক্ষা বন্ধ হয়ে যায়।
আন্দোলনকারী শিক্ষার্থীদের ভাষ্য, গত এপ্রিলে আরবি চতুর্থ বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর পরীক্ষার ফলাফল ঘোষণা নিয়ে তালবাহানা শুরু করেন শিক্ষকরা। ৫ মাস অতিবাহিত হলেও পরীক্ষার ফলাফল ঘোষণা না করায় তারা আন্দোলন শুরু করেছেন।
শিক্ষার্থীরা জানান, ফলাফল ঘোষণা করা না হলে তারা তালা খুলবেন না।
আরবি বিভাগের পরীক্ষা কমিটির চেয়ারম্যান বেলাল হোসেন জানান, একজন শিক্ষক খাতা মূল্যায়ন করতে দেরি হওয়ায়, ফলাফল দিতে দেরি হচ্ছে। ওই শিক্ষক মূল্যায়ন শেষে আগামীকাল পরীক্ষার খাতা বিভাগে জমা দেবে। আগামীকাল মঙ্গলবারের (৯ সেপ্টেম্বর) মধ্যেই ফলাফল দেয়া হবে।
আমার বার্তা/এল/এমই