রাজধানীর কদমতলী থানার ঢাকা ম্যাচ এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মোঃ মনির হোসেন সানি (৪৫) ও মোঃ আলমগীর (৪০) নামে দুই সিকিউরিটি গার্ড গুলিবিদ্ধ হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর )দিবাগত রাত পৌনে দুইটার দিকে এই ঘটনা ঘটে। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে রাত সোয়া তিনটার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
গুলিবিদ্ধ দুইজনকে হাসপাতালে নিয়ে আসা সুপারভাইজার সবুজ জানান, গুলিবিদ্ধ দুইজন পেশায় সিকিউরিটি গার্ড। ডিউটি করার সময় হঠাৎ তারা বাইরে গুলির আওয়াজ শুনতে পায়। পরে তারা দুইজন টর্চ লাইট নিয়ে বের হলে দুর্বৃত্তরা তাদের দুইজনের পায়ে গুলি করে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাদের দুইজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের দুইজনকে ভর্তি দেন।
তিনি আরো বলেন, কে বা কারা তাদের দুইজনকে গুলি করে পালিয়ে গেছে সে বিষয়টি জানা যায়নি। আহতদের মধ্যে মনির হোসেনের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল থানা এলাকায়। তার বাবার নাম মো হারেস। মোঃ আলমগীর এর বাড়ি খুলনা জেলার দিঘলিয়া থানা এলাকায়। তার বাবার নাম আব্দুস সাত্তার।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো ফারুক জানান, ভোর রাতের দিকে কদমতলী থানা এলাকা থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই সিকিউরিটি গার্ড কে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে চিকিৎসক তাদের ভর্তি দিয়েছেন। আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ