রাজধানীর কদমতলী থানার মেরাজ নগর এলাকায় থাই গ্লাস লাগানোর সময় টুল থেকে পড়ে সাকিব(২০)নামে এক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার(৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার সময় এই ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় রাত সোয়া তিনটার সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
সাকিবকে হাসপাতালে নিয়ে আসার চাচা জাহাঙ্গীর জানান, রাত ১২:৪৫ টার দিকে কদমতলী থানার মেরাজনগর বি ব্লকের একটি বাসায় টুলের উপর দাঁড়িয়ে থাই গ্লাস লাগানোর সময় অসাবধানতা বসত পড়ে যায়। মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোঃ ফারুক বলেন, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।আমরা বিষয়টি কদমতলী থানা পুলিশকে জানিয়েছি।
আমার বার্তা/জেএইচ/এম রানা