রাজধানীর কদমতলী থানার শনিআখড়া জাপানি বাজার ৪ নাম্বার রোডে একটি বাসায় কুড়িয়ে পাওয়া বোমা বিস্ফোরনে নুর ইসলাম(৮) নামে এক শিশুর কব্জ বিচ্ছিন্ন হয়ে গেছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
আহত শিশুর মা বিউটি বেগম জানান, আমার স্বামী রিক্সা চালায় এবং আমি বাসা-বাড়িতে কাজ করি। বিকাল ৪টার দিকে সে বাইরে বড়ই পারতে গিয়ে বোমা সাদৃশ্য একটি বস্তু পায়। তখন আমি বসে বাসায় টিভি দেখছিলাম। আমরা সেটা দেখে বুঝতে পারিনি এটা কোন বোমা। পরে আমার ছেলে ওই বস্তুটিকে বালতির ভিতর পানি দিয়ে ভিজিয়ে রেখে একটি পিন টান দিলেই বিস্ফোরণের সাথে সাথেই আমার ছেলের ডান কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। এখান থেকে তাকে আবার পঙ্গু হাসপাতালে রেফার করেছে চিকিৎসক।
কদমতলী থানার পরিদর্শক(তদন্ত) শাফায়েত হোসেন জানান, কদমতলী থানার শনি আখরা জাপানি বাজার এলাকায় বিস্ফোরণে একটি শিশুর কব্জি বিচ্ছিন্নের খবর আমরা পেয়েছি। আহত শিশুটি শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে গেছে। প্রাথমিকভাবে জানতে পেরেছি বোমা সাদৃশ্য কোন বস্তু বিস্ফোরণে তার কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। আমরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে একটি টিম পাঠিয়েছি। আমরা ভুক্তভোগী পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
আমার বার্তা/এমই