গাজীপুরের ধীরাআশ্রম এলাকায় সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় কাসেম খানের (২০) ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার মরদেহের ময়নতন্ত্র সম্পন্ন হয়।পরে জানাযার জন্য তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়েছে।
তাকে হাসপাতালে নিয়ে আসা রাসেল জানান, আমার এলাকার ছোট ভাই।শুক্রবার দিবাগত রাতে তাকে শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসি। আজ বেলা তিনটায় চিকিৎসাধীন অবস্থায় আইসিইউতে মারা যায় কাশেম খান। পরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। এখন তাকে জানাজা যাওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে।
সে আরও জানায়,তার বাড়ি গাজীপুর জেলার গাছা থানার বোডবাজার দক্ষিণ কলমেশ্বর এলাকায়।সে ওই এলাকার মৃত হাজী জামালের ছেলে ছিল। তার পরিবারকে খবর দেয়া হলেও পরিবারের কেউ আসেনি।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত কাসেমের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এখন তাকে জানাজা দেওয়ার জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হচ্ছে।
এর আগ বেলা ৩ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রের (আই সি ইউ) ১৬ নাম্বার বেডে মারা যায় কাসেম।
আমার বার্তা/এম রানা/এমই