সাংবাদিক ইউনিয়ন ও মিডিয়ার মধ্যে সামাজিক সংলাপে কৃত্রিম বুদ্ধিমত্তাকে (এআই) কাজে লাগানোর আহবান জানিয়েছেন সাংবাদিক নেতৃবৃন্দ।
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় সাংবাদিক নেতৃবৃন্দ এ আহবান জানান।
শনিবার (৩ মে) সকালে রাজধানীর ২৪/ডি, তোপখানা রোডস্থ এফএনএস কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ও ইন্টারন্যাশনাল ফেডারেশন অব জার্নালিস্ট (আইএফজে) এ সভার আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন বিএমএসএফ সভাপতি এনামুল কবীর রুপম। প্রধান অতিথি ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) সভাপতি সাজ্জাদ আলম খান তপু। বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেসক্লাব ব্যবস্থাপনা কমিটির সদস্য শাহনাজ বেগম পলি, ডিইউজে কল্যান সম্পাদক শাহজাহান স্বপন, দৈনিক সংবাদের যুগ্ম বার্তা সম্পাদক নাসরিন গীতি, ডিফেন্স জানার্লিস্ট ফোরামের সাধারন সম্পাদক আহমদ উল্লাহ প্রমুখ।
সভাটি পরিচালনা করেন বিএমএসএফ মহাসচিব খায়রুজ্জামান কামাল।
সভায় বক্তাগন বিগত এক বছরে বাংলাদেশে ৬ জন সাংবাদিক নিহতের ঘটনায় দু:খ প্রকাশ করেন। এছাড়া সংবাদপত্র অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, হামলার ঘটনা, সাংবাদিকদের পেশাগত কারনে গ্রেপ্তার, চাকুরিচ্যুতির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় সাংবাদিকদের ওয়েজবোর্ড অনুযায়ী প্রাপ্য বেতন ভাতা প্রদান না করায় মিডিয়ার মালিকদের সমালোচনা করা হয়। অবিলম্বে ৯ম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও ১০ম ওয়েজবোর্ড ঘোষনার দাবি জানানো হয়।
বাংলাদেশে সাংবাদিকদের পেশাগত অধিকার, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় দলমত নির্বিশেষে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়।
আমার বার্তা/এমই