ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) খিলগাঁও উত্তর শাহজাহানপুর এলাকায় মশক নিধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে। আজ শনিবার (৩ মে) সকাল ৬টা থেকে শুরু হওয়া এই অভিযানে অংশ নেন ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং স্থানীয় সোসাইটির বাসিন্দারা।
অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির মাননীয় প্রশাসক জনাব মো. শাহজাহান মিয়া। তিনি বলেন, “বর্ষা মৌসুমকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে আমরা দুই স্তরে কাজ শুরু করেছি। একটি হচ্ছে নিয়মিত কার্যক্রম, অন্যটি বিশেষ অভিযান। সেই সঙ্গে জনগণকে সচেতন করতে জনসচেতনতামূলক র্যালির আয়োজন করা হচ্ছে।”
তিনি আরও বলেন, “ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকেও এগিয়ে আসতে হবে। বাসার ভেতরে তিন দিনের বেশি পানি যেন জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।”
প্রশাসক জানান, এ কার্যক্রম পর্যায়ক্রমে ডিএসসিসির ১০টি অঞ্চলে পরিচালিত হবে। ইতোমধ্যে যাত্রাবাড়ী ও ধানমন্ডিতে বিশেষ অভিযান শেষ হয়েছে।
অভিযানের অংশ হিসেবে স্থানীয় বাসিন্দাদের অংশগ্রহণে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. জিল্লুর রহমান, সচিব মোহাম্মদ বশিরুল হক ভূঁইয়া, বিভাগীয় প্রধানবৃন্দ এবং স্থানীয় নেতৃবৃন্দ।
৫০০ জন পরিচ্ছন্নতা ও মশক কর্মীর অংশগ্রহণে পরিচালিত এই বিশেষ অভিযানে উত্তর শাহজাহানপুর আবাসিক এলাকা, ঝিল এবং সংলগ্ন এলাকাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধনের কার্যক্রম পরিচালনা করা হয়।
আমার বার্তা অনলাইন: