
ঢাকায় সংযুক্ত আরব আমিরাত (UAE) দূতাবাস আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর পাঁচ তারকা হোটেল শেরাটনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাদের ৫৪তম ঈদ আল ইতিহাদ উদযাপন করেছে। এটি ইউনিয়ন ডে হিসেবে ও পরিচিত। এবারের এই দিবসের প্রতিপাদ্য হচ্ছে “ইউনাইটেড” বা ঐক্যবদ্ধ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন।
বাংলাদেশস্থ সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আবদুল্লা আলি আব্দুল্লা আলহমদি উপস্থিত অতিথিদের সাদর অভ্যর্থনা জানান এবং অনুষ্ঠানে যোগ দেয়ায় তাদের আন্তরিক অভিনন্দন জানান।
দুই দেশের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। এরপর ইউএই এর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটি ডক্যুমেন্টরি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে আমিরাতি সংস্কৃতির মনোমুগ্ধকর পরিবেশনা, র্যাফেল ড্র এবং পুরস্কার প্রদান অনুষ্ঠান অতিথিদের আনন্দময় উচ্ছ্বাসে ভরিয়ে তোলে। বিশেষ করে র্যাফেল ড্র-এ আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে বেশ কয়েকটি ঢাকা-শারজাহ-ঢাকা এবং ঢাকা-দুবাই-ঢাকা এয়ার টিকিট উল্লেখযোগ্য।
এই অভ্যর্থনা অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক মিশনের প্রধান অ্যাম্বাসেডর, হাইকমিশনারগণ,বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাগণ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, সিনিয়র গণমাধ্যম প্রতিনিধিসহ নাগরিক সমাজের সদস্যরা অংশ নেন।
সবশেষে ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লা আলী আব্দুল্লা আলহমদি আমিরাতের মনোমুগ্ধকর এক গানের তালে নেচেছেন। যা উপস্থিত সকল অতিথিদের জন্য দারুণ এক অভিজ্ঞতা।
আমার বার্তা/এমই

