লক্ষ্মীপুরে ড.ইউনুসের বিরুদ্ধে মানববন্ধন করেছে জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর শাখা। ড. ইউনুস কর্তৃক প্রচলিত আইন লংঘনে আন্তর্জাতিক পর্যায়ে অপপ্রচার এবং প্রচারণার মাধ্যমে শ্রমিকদের অর্থ আত্মসাতের প্রতিবাদে জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির নির্দেশে এই মানববন্ধন কর্মসূচী পালন করে লক্ষ্মীপুর জেলা শ্রমিক লীগ।
গতকাল মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বিকালে লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সাংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. নুর উদ্দিন চৌধুরী নয়ন।
জাতীয় শ্রমিক লীগ লক্ষ্মীপুর জেলা শাখার আহব্বায়ক, মোঃ ইউসুফ পাটোয়ারীর সভাপতিত্বে ও সদস্য সচিব বেল্লাল হোসেন ক্বাকীর সঞ্চালনায়, এসময় আরও উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদুর রহমান মান্না, লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি, সৈয়দ আহমদ পাটোয়ারী ও সাধারণ সম্পাদক, এড. জহির উদ্দিন মাহমুদ বাবর। সদর থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান মাহাবুব, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ প্রমুখ। মানববন্ধন শেষে শ্রমিক লীগের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
এবি/জেডআর