ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ এলাকা থেকে মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজা পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালক ও যাত্রীরা।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ যানজট দেখা গেছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহীনুর ইসলাম গণমাধ্যমকে বলেন, উল্টো পথে যানবাহন চলাচল এবং শুক্রবার ছুটির দিনে যানবাহনের চাপ বেড়ে যাওয়ায় এ যানজটের সৃষ্টি হয়েছে। তবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। যানবাহন চলাচল স্বাভাবিক করতে হাইওয়ে থানা-পুলিশের সদস্যরা মহাসড়কে দায়িত্বপালন করছেন।
আমার বার্তা/জেএইচ