ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর বেউরঝাড়ি সীমান্ত থেকে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ওপারে ভারতের ৩০০ গজ ভেতরে বড়বিল্লা এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
এ বিষয়ে আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহম্মদ বলেন, ‘খবরটি পাওয়ার পরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করে যাচ্ছি।’
বিজিবি সূত্র জানায়, বিএসএফের সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আটক ব্যক্তির নাম শেখ আলিমুর রহমান (৪৫)। তাঁর বাড়ি খুলনা জেলায়। তিনি সাবেক সেনাসদস্য। গতকাল রাত আটটার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ নম্বর মূল পিলারের ৪ নম্বর সাব–পিলার এলাকা দিয়ে আলিমুর ভারতের ভেতরে প্রবেশ করেন। বিএসএফের ১৫২ বড়বিল্লা ক্যাম্পের টহল দল তাঁকে আটক করে। পরে তাঁকে বিএসএফের ক্যাম্পে নেওয়া হয়। আটক আলিমুরকে ভারতের গোয়ালপুকুর থানায় হস্তান্তর করা হয়েছে।
আমার বার্তা/এমই