আজ ২৪ জানুয়ারী ২০২৫ লায়ন ইনটারন্যাশনাল ডিস্ট্রিক ৩১৫ বি-২, লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল এর মাধ্যমে শীতার্ত মানুষদের মাধ্যে কম্বল বিতরন করা হয়। স্থান: বিউক অফিস,গ্রাম +ডাকঘর- উলানিয়া, উপজেলা-মেহেন্দীগন্জ, জেলা- বরিশাল । কল্বল বিতরন অনুষ্ঠানে স্থানীয় উলানিয়া কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত),বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক,বালিকা মাদ্রাসার সুপার,মসজিদের পেশ ঈমাম,লায়ন্স ক্লাব প্রেসীডেন্ট, কোস্টগার্ট প্রতিনিধি, কলেজের সহকারী অধ্যাপক সহ এলাকার সমাজ সেবক ও লায়ন কাজী সামছুল আলম, সেক্রেটারী, লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল । উপস্থিত অতিথিবৃন্দ লায়ন্স ক্লাব অব ঢাকা সেন্ট্রাল এবং দাতা লায়ন ড: আবদুল হামিদ, লয়ন কাজী সামছুল আলম ও লায়ন এটিএম ফারুক আহম্মদ মহয়দয়দের কে ধন্যবাদ ও মোবারক বাদ জানান।