সাতক্ষীরার তালা উপজেলায় ব্যাংক প্রতারণার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তরা হলেন, উপজেলার ডিজিটাল পোস্ট সেন্টার ও ব্যাংক এজেন্টের পরিচালক মো. আতাউর রহমান (৩৫), স্থানীয় বাসিন্দা সুদিন কুমার বেদ (৪০), নাজমুল হোসেন (২৫) ও টুটুল দেবনাথ (২৬)।
অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যাংক এশিয়ার কিছু অসাধু কর্মকর্তা ও পোস্ট অফিসের কর্মচারীরা গ্রাহকদের কাছ থেকে টাকা গ্রহণ করলেও তা একাউন্টে জমা না দিয়ে প্রতারণার মাধ্যমে আত্মসাৎ করতেন। দীর্ঘদিন ধরে চলতে থাকা এ প্রতারণার মাধ্যমে প্রায় ২৯ লাখ ৯০ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
এক ভুক্তভোগী গ্রাহকের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তদন্তে প্রতারণার সত্যতা মিললে দণ্ডবিধির ৪০৬/৪২০/৪০১ ধারায় অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়।
দুদকের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ে মামলাটি রুজু করেন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. মহসিন আলী। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় ভুক্তভোগীরা দ্রুত ন্যায়বিচার পাওয়ার দাবি জানিয়েছেন।
আমার বার্তা/এমই