জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে সচেতনতামূলক আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামানের সভাপতিত্বে সভার মূল প্রতিপাদ্য ছিল “দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি”। এতে স্বাগত বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আব্দুল কুদ্দুস বুলবুল।
সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. তাসনোভা প্রধান রুমী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অনুপমা দাস, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ফারুক হোসেন শিকদার, পুলিশ সুপারের কার্যালয়ের পুলিশ পরিদর্শক সুধাংশু চক্রবর্তী, আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো: সজীব হোসাইন, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকরামুল কবির, ব্র্যাকের জেলা সমন্বয়ক অনিক আহমেদ অপু, ইসলামিক রিলিফের জেলা প্রকল্প ব্যবস্থাপক মোঃ আতিকুর রহমান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সিনিয়র যুব সদস্য আফজাল হোসেন, জেলা রোভার স্কাউটের প্রতিনিধি সাইফুল আমীন এবং আরবান কমিউনিটি ভলান্টিয়ার অ্যাডভোকেট মামুন হোসেন।
আলোচনা সভাটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থ।
সভা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিশেষ দল দুর্যোগকালীন জরুরি উদ্ধার কার্যক্রমের কৌশল প্রদর্শন করে।
এই কর্মসূচির মাধ্যমে দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সরকারি-বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
আমার বার্তা/মো. সবুজ মিয়া/এমই