ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পাকশিমুল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি এবং জেলা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মোঃ তানভীর আহমেদ’কে সংবর্ধণা প্রদান করেছে পাকশিমুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (১৪ মার্চ) বিকালে হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধণা প্রদান করা হয়েছে৷
এসময়, সরাইল উপজেলা বিএনপির সভাপতি আনিছুল ইসলাম ঠাকুর, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুজ্জামান লস্কর তপু, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আবু সুফিয়ান সিদ্দিকী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাষ্টার, সদস্য সচিব নুর আলম মিয়া, পাকশিমুল ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রউফ, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সামাদ, পাকশিমুল যুবদলের সদস্য সচিব আমানউল্লাহ ভূঁইয়া শিপন'সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে হাজী শিশু মিয়া উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ তানভীর আহমেদ বলেন, আমাকে সংবর্ধণা প্রদান করায় সরাইল উপজেলা ও পাকশিমুল ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রাণপ্রিয় এই শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে আমি সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।